• অভিশ্রুতি কাকে বলে? অভিশ্রুতির উদাহরণ দাও?

    অভিশ্রুতি কাকে বলে? অভিশ্রুতির উদাহরণ দাও?

    অপিনিহিতির প্রভাবজাত ‘ই’ অথবা ‘উ’ ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তখন তাকে অভিশ্রুতি বলা হয়। অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী ধাপ বলা হয়। অভিশ্রুতির উদাহরণ হলো: করিয়া > কইরা > করে, মানিয়া > মাইন্যা > মেনে, শুনিয়া > শুনে, বলিয়া > বইলা > বলে, হটুয়া > হাউটা > হেটো, আজি > আইজ > আজ,…

  • অন্তর্হতি কাকে বলে? অন্তর্হতি এর উদাহরণ দাও?

    অন্তর্হতি কাকে বলে? অন্তর্হতি এর উদাহরণ দাও?

    যখন পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পায় তখন তাকে অন্তর্হতি বলা হয়। অর্থাৎ কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকেই অন্তর্হতি বলে। অন্তর্হতি এর উদাহরণ হলো: ফাল্গুন > ফাগুন, ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা ইত্যাদি।

  • ব্যঞ্জনচ্যুতি কাকে বলে? ব্যঞ্জনচ্যুতি এর উদাহরণ দাও?

    ব্যঞ্জনচ্যুতি কাকে বলে? ব্যঞ্জনচ্যুতি এর উদাহরণ দাও?

    যখন পাশাপাশি দুইটি একই উচ্চারণের ব্যঞ্জনধ্বনি থাকে এবং তাদের মধ্যে একটি লোপ পায় তখন তাকে ব্যঞ্জনচ্যুতি বলা হয়। অর্থাৎ পাশাপাশি একই উচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনির একটি লোপ পেলে তাকে ব্যঞ্জনচ্যুতি বলে। ব্যঞ্জনচ্যুতি এর উদাহরণ হলো: বড় দাদা > বড়দা, বউদিদি > বউদি, ছোটকাকা > ছোটকা, ছোটদাদা > ছোটদা ইত্যাদি।

  • ব্যঞ্জন বিকৃতি কাকে বলে? ব্যঞ্জন বিকৃতির উদাহরণ দাও?

    ব্যঞ্জন বিকৃতি কাকে বলে? ব্যঞ্জন বিকৃতির উদাহরণ দাও?

    শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোনো ব্যঞ্জনধ্বনি হয় তখন তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। অর্থাৎ শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ধ্বনি সৃষ্টি করে, তাকেই ব্যঞ্জন বিকৃতি বলা হয়। ব্যঞ্জন বিকৃতির উদাহরণ: ধোবা > ধোপা, কবাট > কপাট, দাইমা > দাইমা ইত্যাদি।

  • দ্বিত্ব ব্যঞ্জন কাকে বলে? দ্বিত্ব ব্যঞ্জন এর উদাহরণ দাও?

    দ্বিত্ব ব্যঞ্জন কাকে বলে? দ্বিত্ব ব্যঞ্জন এর উদাহরণ দাও?

    একই ব্যঞ্জন পরপর দুবার উচ্চারিত হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। অর্থাৎ কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের মধ্যে দ্বিত্ব ব্যঞ্জন হয়ে থাকে বা একই ব্যঞ্জন দুইবার উচ্চারিত হয় তখন তাকে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা বলা হয়। দ্বিত্ব ব্যঞ্জন এর উদাহরণ: পাকা > পাক্কা(ক + ক), উচ্চ(চ+চ), সকাল > সক্কাল(ক +ক), বিপন্ন(ন+ন), সম্মান(ম্ +ম) ইত্যাদি।

  • বিষমীভবন কাকে বলে? বিষমীভবন এর উদাহরণ দাও?

    বিষমীভবন কাকে বলে? বিষমীভবন এর উদাহরণ দাও?

    পাশাপাশি দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটলে তাকে বিষমীভবন বলে। অর্থাৎ যখন শব্দের মধ্যে দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটে তখন তাকে বিষমীভবন বলা হয়। বিষমীভবন এর উদাহরণ: লাল > নাল, শরীর > শরীল, ললাট˃নলাট ইত্যাদি।

  • সমীভবন কাকে বলে? সমীভবন কত প্রকার ও কি কি?

    সমীভবন কাকে বলে? সমীভবন কত প্রকার ও কি কি?

    উচ্চারণের সুবিধার জন্য দুটি পাশাপাশি ভিন্ন বর্ণ একে অপরের প্রভাবে এক রকম হলে তাকে সমীভবন বলে। অর্থাৎ শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একটি অপরটির প্রভাবে সংগতি বা সমতা লাভ করলে, তখন তাকে সমীভবন বলা হয়। সমীভবন এর উদাহরণ: কর্ম > কম্ম, জন্ম > জম্ম, গল্প > গপ্প, পদ্ম > পদ্দ,  ধর্ম >  ধম্ম, বদজাত  > বজ্জাত,…

  • স্বরলোপ কাকে বলে? স্বরলোপ বা সম্পকর্ষের উদাহরণ দাও?

    স্বরলোপ কাকে বলে? স্বরলোপ বা সম্পকর্ষের উদাহরণ দাও?

    শব্দ দ্রুত উচ্চারণের জন্য শব্দের প্রথমে, মধ্য ও শেষে কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে। স্বরলোপ বা সম্পকর্ষের উদাহরণ হলো: বসতি(ব+অ+স+অ+ত+ই) > বস্তি(ব+অ+স+ত+ই), জানালা > জান্লা ইত্যাদি। #সম্প্রকর্ষের আরেক নাম স্বরলোপ। স্বরলোপ বা সম্পকর্ষ ৩ প্রকার: আদিস্বরলোপ মধ্যস্বর লোপ অন্ত্যস্বর লোপ ১. আদিস্বরলোপ: দ্রুত উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে স্বরধ্বনি লোপ হলে…

  • ধ্বনি বিপর্যয় কাকে বলে? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ দাও?

    ধ্বনি বিপর্যয় কাকে বলে? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ দাও?

    শব্দের মধ্যবর্তী দুটি ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান বিনিময় বা অদলবদল করে উচ্চারিত হলে তখন তাকে ধ্বনি বিপর্যয় বলে। অর্থাৎ উচ্চারণের সময় মধ্যবর্তী দুটি ব্যঞ্জনধ্বনির স্থান পরিবর্তন করাকেই ধ্বনি বিপর্যয় বলে। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হলো: চাকরি ˃ চারকি, লাফ ˃ ফাল, বাক্স ˃ বাস্ক, রিক্সা ˃ রিস্কা, পিশাচ ˃ পিচাশ, নকশা ˃ নশকা ইত্যাদি।

  • আদি স্বরাগম কাকে বলে? আদি স্বরাগম এর উদাহরণ?

    আদি স্বরাগম কাকে বলে? আদি স্বরাগম এর উদাহরণ?

    শব্দের প্রথমে বা আদিতে স্বরধ্বনি আসলে অর্থাৎ উচ্চারণ সহজ ও সরল করার জন্য যখন কোনো শব্দের আদিতে স্বরধ্বনি আসে তাকে আদি স্বরাগম বলে। সহজ ভাষায়, শব্দের শুরুতে স্বরধ্বনি আসলে তাকে বলা হয় আদি স্বরাগম। আদি স্বরাগম এর উদাহরণঃ স্টেশন > ইস্টিশন (এখানে স্টেশনের আগে “ই” স্বরধ্বনি আসছে) স্পর্ধা > আস্পর্ধা (এখানে স্পর্ধার আগে “আ” স্বরধ্বনি…

x