মিলনার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ

যেসকল দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদের মধ্যে অভিন্নতা বা মিলন বুঝায় তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। 

মিলনার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ সমূহ হলো: 

ভাই-বোন, মা-বাপ, যুবক-যুবতি, মাসি-পিসি, ছেলেমেয়ে, মশা-মাছি, পিতা-পুত্র, জ্বিনপরি, নানা-দাদা, ঝি-জামাই, মাছ-ভাত, শাকভাত, দম্পতি, বিদ্যাবুদ্ধি, নাচগান, ঝড়বৃষ্টি, কাগজ-কলম, চা-বিস্কুট ইত্যাদি। 

ব্যাসবাক্য সহ মিলনার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ:

  1. ভাই ও বোন = ভাই-বোন
  2. মা ও বাপ = মা-বাপ
  3. যুবক ও যুবতি = যুবক-যুবতি
  4. মাসি ও পিসি = মাসি-পিসি
  5. ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে
  6. মশা ও মাছি = মাশা-মাছি
  7. পিতা ও পুত্র = পিতা-পুত্র
  8. জ্বিন ও পরি = জ্বিনপরি
  9. নানা ও দাদা = নানা-দাদা
  10. ঝি ও জামাই = ঝি-জামাই
  11. মাছ ও ভাত = মাছ-ভাত
  12. শাক ও ভাত = শাকভাত
  13. জয়া ও পতি = দম্পতি
  14. বিদ্যা ও বুদ্ধি = বিদ্যাবুদ্ধি
  15. নাচ ও গান = নাচগান
  16. ঝড় ও বৃষ্টি = ঝড়বৃষ্টি
  17. কাগজ ও কলম = কাগজ-কলম
  18. চা ও বিস্কুট = চা-বিস্কুট

আরো পড়ুন: 

অলুক দ্বন্দ্ব সমাস বলতে কি বুঝায় ব্যাখ্যা কর?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link