স্বরলোপ কাকে বলে? স্বরলোপ বা সম্পকর্ষের উদাহরণ দাও?

স্বরলোপ কাকে বলে? স্বরলোপ বা সম্পকর্ষের উদাহরণ দাও?

শব্দ দ্রুত উচ্চারণের জন্য শব্দের প্রথমে, মধ্য ও শেষে কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে।

স্বরলোপ বা সম্পকর্ষের উদাহরণ হলো: বসতি(ব+অ+স+অ+ত+ই) > বস্তি(ব+অ+স+ত+ই), জানালা > জান্লা ইত্যাদি।

#সম্প্রকর্ষের আরেক নাম স্বরলোপ।

স্বরলোপ বা সম্পকর্ষ ৩ প্রকার:

  1. আদিস্বরলোপ
  2. মধ্যস্বর লোপ
  3. অন্ত্যস্বর লোপ

১. আদিস্বরলোপ: দ্রুত উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে স্বরধ্বনি লোপ হলে তাকে আদিস্বরলোপ বলে। যেমন: অতসী > তসী, অলাবু > লাবু >লাউ, আছিল > ছিল, উদ্ধার >উধার > ধার, অভ্যন্তর > ভিতর ইত্যাদি।

২. মধ্যস্বর লোপ: শব্দের মাঝখানে বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ হলে তাকে মধ্যস্বর লোপ বলে। যেমন: কাঁদনা ˃ কান্না. অগুরু ˃ অগ্রু, সুবর্ণ ˃ স্বর্ণ, গৃহিণী ˃ গিন্নী, কলিকাতা ˃ কলকাতা, গামোছা ˃ গামছা, ভগিনী ˃ ভগ্নী ইত্যাদি। 

৩. অন্ত্যস্বর লোপ: শব্দের শেষে বা অন্ত্যে কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্ত্যস্বর লোপ বলে। যেমন: আজি > আজ, আশা > আশ, চারি > চার, সন্ধ্যা ˃ সঞ্ঝ্যা ˃ সাঁঝ, রাত্রি ˃ রাত, কালি ˃ কাল, ফাঁসি ˃ ফাঁস, জলপানি ˃ জলপান ইত্যাদি।

Comments

One response to “স্বরলোপ কাকে বলে? স্বরলোপ বা সম্পকর্ষের উদাহরণ দাও?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link