RMG এর পূর্ণরূপ কি

RMG এর পূর্ণরূপ কি? RMG বলতে কি বুঝায়?

RMG এর পূর্ণরূপ হলো: Ready-Made Garment / Readymade Garments

RMG বলতে বুঝায় তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত। তৈরি পোশাক শিল্প বা আরএমজি আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রেখে চলেছে অনবদ্য ভূমিকা। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ অর্জিত হয় তৈরি পোশাক রপ্তানি থেকে।

RMG তৈরি পোশাক শিল্প বা Readymade Garments হিসেবে বিশি পরিচিত। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপ। পোশাক শিল্প দেশের প্রায় ৪৪ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এবং ৩২ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয়ের উৎস। 

তৈরি পোশাক শিল্পের বিকাশ ঘটেছিল ১৯৫০ সালের দিকে পশ্চিমা দেশসমূহে। পরবর্তীতে ১৯৭৪ সালে উন্নয়নশীল দেশসমূহ হতে উন্নত দেশসমূহে আরিএমজি পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ করার জন্য মাল্টি ফাইবার এগ্রিমেন্ট নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ আরএমজি খাতে বৈদেশিক সাহায্য পাওয়া শুরু করে আশির দশকের শুরুতে। তখন বাংলাদেশেীরা একটি কোরিয়ান কোম্পানি হতে বিনামূল্যে প্রশিক্ষণ লাভ করে। ১৯৮০ দশকের শেষের দিকে বাংলাদেশের তৈরি পোশাক নিয়মিতভাবে ইউরোপ এবং আমেরিকাতে রপ্তানি শুরু করে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ৫০০০টি গার্মেন্ট রয়েছে। যেখানে প্রায় ৩.৬ মিলিয়ন কর্মী কাজ করে।

RMG এর আরো কিছু পূর্ণরূপ: 

  1. Resource Management Group
  2. Risk Management Group
  3. Roularta Media Group
  4. Restaurant Management Group
  5. Responsible Maintenance Group
  6. Right Man Gear (Aircraft)
  7. Racing-Mods-Germany (Motor Sports)

আরো পড়ুন:

AACI এর সম্পূর্ণরূপ কি?

AAFI এর সম্পূর্ণরূপ কি?

AAPSO এর সম্পূর্ণ রুপ কি?

ABM এর সম্পূর্ণরূপ কি?

Comments

One response to “RMG এর পূর্ণরূপ কি? RMG বলতে কি বুঝায়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link