MRP এর পূর্ণরূপ হলো: Maximum Retail Price (সর্বোচ্চ খুচরা মূল্য)
MRP এর আরো একটি গুরুত্বপূর্ণ পূর্ণরূপ হলো: Machine Readable Passport
অর্থাৎ MRP অর্থ হচ্ছে একটি পণ্যের জন্য সর্বোচ্চ খুচরা মূল্য যা একজন ক্রেতার নিকট থেকে চার্জ করা যেতে পারে। এই মূল্যমানটি পণ্য প্রস্তুতকারকের দ্বারা গণনা করা হয়। MRP মূল্যের মধ্যে পরিবহন খরচ এবং সেই পণ্যের উপর আরোপিত সমস্ত সরকারী কর অন্তর্ভুক্ত করা থাকে। খুচরা বিক্রেতারা চাইলে এমআরপির নিচে পণ্য বিক্রি করতে পারেন।
যদি একটি পণ্যের MRP ৫০ টাকা হয়, দোকানী চাইলে ৫০ টাকার কমে পণ্যটি বিক্রি করতে পারেন, কিন্তু, ৫০ টাকার বেশী দামে বিক্রি করলে, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে, ক্রেতা চাইলে দোকানীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪ (৪০) ধারা অনুযায়ী পণ্যের নির্ধারিত মূল্য অর্থাৎ সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি মূল্যে কোনো পণ্য বিক্রি বা প্রস্তাব করতে পারবে না।
সাধারণত আমরা বিভিন্ন পণ্যের গায়ে MRP লেখা দেখে থাকি। নিচের ছবিটি লক্ষ্য করুন:
যেসব পণ্যে সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে বিক্রেতা কোনভাবেই উক্ত পণ্যের MRP মূল্যের চেয়ে বেশি মূল্য নিতে পারবে না। সুতরাং বিদ্যুৎ চার্জ, এসি চার্জ/সুন্দর পরিবেশ/সার্ভিস ইত্যাদি অজুহাতে মোড়কজাত পণ্যে অধিক মূল্যে বিক্রয় কোনভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ সর্বোচ্চ খুচরা মূল্যের মধ্যে ভ্যাট/ট্যাক্স/বিক্রেতার লাভ ইত্যাদি সবই অন্তর্ভুক্ত থাকে।
কোন বিক্রেতা যদি মোড়কজাত পণ্য অধিক মূল্যে আপনার নিকট বিক্রয় করেন কিংবা MRP অনুযায়ী দাম গ্রহণ করতে অস্বীকার করেন কিংবা MRP থাকার পরও আলাদা ভাবে ভ্যাট নিয়ে থাকে , তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় এর দপ্তরে লিখিতভাবে অভিযোগ দিন।
আরো যেসব কারণে আপনি অভিযোগ করতে পারেন তা নিচের ছবিটিতে দেখে নিন:
MRP এর আরো কিছু পূর্ণরূপ:
- Member Rewards Points
- Meal Replacement Powder
- Master Recovery Program
- Medical Recovery Process
- Machine Related Purchase
- Mobility Reference Point
- Mechanically Rotating Parts
- Mississippi Republican Party
- Manufacturing Resource Plant
- Motor Repairing Professional
- Membership Recognition Program
- Matrimonial Recruitment Program
- Manufacturer’s Recommended Pressure
আরো পড়ুন:
BTV এর পূর্ণরুপ কি বিস্তারিত জানতে চাই?
GIF বলতে কি বুঝায় এবং এর পূর্ণরূপ কি ব্যাখ্যা কর?
Leave a Reply