BTV এর পূর্ণরুপ কি

BTV এর পূর্ণরুপ কি? BTV কত সাল থেকে শুরু হয়?

BTV এর পূর্ণরুপ হলো: Bangladesh Television

বিটিভি হলো বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। ২৫ ডিসেম্বর ১৯৬৪ সালে বিটিভি এর কার্যক্রম শুরু হয়। তখনকার সময় এটি পাকিস্তান টেলিভিশন নামে পরিচিত ছিল। বিটিভির প্রাথমিক কালে সাদা-কালে সম্প্রচার শুরু করেছিল। পরবর্তীতে ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়। বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে ১৯৮০ সাল থেকে। ২০০৪ সালে, বিটিভি তার স্যাটেলাইট ভিত্তিক শাখা, বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বব্যাপী সম্প্রচার শুরু করে ।

বিটিভি ০১ জুলাই ২০১৯ থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে বহির্বিশ্বে সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিটিভি যে সকল অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রচার করে থাকে যেমন: শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নারী ও শিশু অধিকার, দারিদ্র্য বিমোচন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবেশ উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি ও কৃষি অর্থনীতিসহ জীবন ও জীবিকার সাথে সম্পর্কিত বিষয় সমূহ। তাছাড়াও  Bangladesh Television ক্রীড়া, শিল্প, সাহিত্য, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে থাকে। সূত্র: http://www.btv.gov.bd/

বাংলাদেশ টেলিভিশন এর প্রধান কার্যালয় (টেলিভিশন ভবন) অবস্থিত রামপুরা, ঢাকা। বিটিভি এর ২টি কেন্দ্র রয়েছে যথা: ঢাকা কেন্দ্র, চট্রগ্রাম কেন্দ্র। বিটিভি এর উপকেন্দ্র রয়েছে ১৪টি যথা: খুলনা উপকেন্দ্র, সিলেট উপকেন্দ্র, ময়মনসিংহ উপকেন্দ্র, নোয়াখালী উপকেন্দ্র, নাটোর উপকেন্দ্র, রংপুর ঠাকুরগাঁও উপকেন্দ্র, রাজশাহী উপকেন্দ্র, ঝিনাইদহ উপকেন্দ্র, পটুয়াখালী উপকেন্দ্র, উখিয়া উপকেন্দ্র, সাতক্ষীরা উপকেন্দ্র, ব্রাম্মণবাড়িয়া উপকেন্দ্র, রাঙ্গামাটি উপকেন্দ্র।

BTV এর আরো কিছু পূর্ণরূপ:

  1. Bluetongue Virus
  2. Business Television
  3. Botswana Television
  4. Beyond the Vell
  5. Barcelona TV
  6. Ballistic Test Vehicle
  7. Blast Test Vehicle
  8. Bus Ticket Validator
  9. Buoyant Transport Vehicle
  10. Bridgewater Television

আরো পড়ুন:

VIRUS এর সম্পূর্ণরূপ কি?

OLED এর সম্পূর্ণরূপ কি?

UPS এর সম্পূর্ণরূপ কি?

VPN এর সম্পূর্ণরূপ কি?

Comments

2 responses to “BTV এর পূর্ণরুপ কি? BTV কত সাল থেকে শুরু হয়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link