Article কাকে বলে?
A, An এবং The কে Article বলে। কোনো Noun(ব্যক্তি বা বস্তু) এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বুঝাতে Noun টির পূর্বে Article ব্যবহৃত হয়।
যেমন:
- This is a cat.
- She is a nurse.
- He is a European.
- He took an apple.
- She is an honest lady.
- He runs 10 miles an hour.
- The gold of this ring is pure.
- Kabir is the bravest man in our village.
- The boy standing in front of you is a student.
Article কত প্রকার ও কি কি?
Article ২ প্রকার। যথা:
- Indefinite Article (অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার করা হয়।)
- Definite Article (নির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার করা হয়।)
Indefinite Article: যে Article দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট ভাবে বুঝায় তাকে Indefinite Article বলে। A, An দিয়ে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে তাই তারা Indefinite Article.
যেমন:
- A book. ( এখানে একটি বইকে নির্দেশ করছে কিন্তু কোন বই বা বইয়ের নাম অজানা তাই এটি অনির্দিষ্টতা বুঝায়। )
- An egg. ( এখানেও একটি ডিমকে নির্দেশ করছে কিন্তু কোন ডিমটি বা ডিমের রং অজানা তাই এটি অনির্দিষ্টতা বুঝায়। )
সুতরাং, কোনো কিছুর অনির্দিষ্টতা বুঝাতে আমরা Indefinite Article ব্যবহার করব।
Definite Article: যে Article দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হলে তখন তাকে Definite Article বলে। অর্থাৎ নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবো তখন Definite Article ব্যবহার করবে।
যেমন:
- The cow is red. ( এখানে একটি গরুকে নির্দিষ্ট করে বুঝিয়েছে। যেমন: গরুটি লাল অর্থাৎ লাল গরুটিকে নির্দিষ্ট করে বুঝানো হয়েছে।)
- The girl is brilliant. ( এখানে একটি মেয়েকে নির্দিষ্ট করে বুঝিয়েছে। যেমন: মেয়েটি মেধাবী। অর্থাৎ মেধাবী মেয়েটিকে নির্দিষ্ট করে বুঝিয়েছে।
সুতরাং, কোনো কিছুর নির্দিষ্টতা বুঝাতে আমরা Definite Article ব্যবহার করবো।