যে সকল ধ্বনি অন্য কোনো ধ্বনির সহায্য ছাড়াই নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বণির সৃষ্টি হয় তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি মোট সাতটি। যথা: অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
ড. সুনীতিকুমারের মতে, “ স্বরধ্বনি হচ্ছে ঐ শ্রেণির ধ্বনি, যা অন্য ধ্বনির সাহায্য ছাড়াই স্বয়ং পূর্ণ ও স্পষ্টরূপে উচ্চারিত হয়”।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মনে করেন, “ যাহা স্বয়ং উচ্চারিত হয়, তাহাকেই স্বরবর্ণ বলে”।
আধুনিক ভাষাবিদ Daniel Jones বলেন, “ স্বাভাবিক কথাবার্তায় গলনালী ও মুখবিবর দিয়ে বাতাস বেরিয়ে যাওয়ার সময় কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে কিংবা শ্রুতিগ্রাহ্য চাপা না খেয়ে ঘোষবৎ যে ধ্বনি উদগত হয়, তাই স্বরধ্বনি।
উপর্যুক্ত বিষয়টিকে মুনীর চৌধুরী আরো সংক্ষেপে বলেছেন: “ যে সব ধ্বনি উচ্চারণকালে ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাদের স্বরধ্বনি বলা হয়”।
১. স্বরবর্ণ ১১ টি = অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
২. মৌলিক স্বরধ্বনি ৭ টি = অ, আ, ই, উ, এ, এ্যা, ও।
৩. প্রকৃত স্বরবর্ণ ৬ টি = অ, আ, ই, উ, এ, ও ।
৪. যৌগিক স্বরধ্বনি ২ টি = ঐ, ঔ।
আরো পড়ুন:
সমীভবন বলতে কি বুঝায় ব্যাখ্যা কর?
ধ্বনি বিপর্যয় সম্পর্কে জানতে চাই?
Leave a Reply