মৌলিক সংখ্যা কাকে বলে

মৌলিক সংখ্যা কাকে বলে বা মৌলিক সংখ্যা কি?

প্রশ্ন: মৌলিক সংখ্যা কাকে বলে?

যে সকল সংখ্যার গুণনীয়ক ১ বা ঐ সংখ্যা ছাড়া অপর কোন গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন: ২, ৩, ৫, ৭ ইত্যাদি।

অর্থাৎ ১ হতে বৃহত্তর যে সকল সংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলে।

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এবং যেকোনো সংখ্যা পর্যন্ত মৌলিক সংখ্যার তালিকা নির্ণয় করা হলো নিম্নে:

  • ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ২, ৩, ৫, ৭।
  • ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ১১, ১৩, ১৭, ১৯।
  • ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ২৩, ২৯।
  • ৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৩১, ৩৭।
  • ৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি যথা: ৪১, ৪৩, ৪৭।
  • ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৫৩, ৫৯।
  • ৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৬১, ৬৭।
  • ৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি যথা: ৭১, ৭৩, ৭৯।
  • ৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৮৩, ৮৯।
  • ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ৯৭।
    *** সহজে মনে রাখার কৌশল হলো: ৪৪২২৩২২৩২১***

১০১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি:

  • ১০১ থেকে ১১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ১০১, ১০৩, ১০৭, ১০৯।
  • ১১১ থেকে ১২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১১৩।
  • ১২১ থেকে ১৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১২৭।
  • ১৩১ থেকে ১৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি যথা: ১৩১, ১৩৭, ১৩৯।
  • ১৪১ থেকে ১৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১৪৯।
  • ১৫১ থেকে ১৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ১৫১, ১৫৭।
  • ১৬১ থেকে ১৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ১৬৩, ১৬৭।
  • ১৭১ থেকে ১৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ১৭৩, ১৭৯।
  • ১৮১ থেকে ১৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১৮১।
  • ১৯১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯।
    *** সহজে মনে রাখার কৌশল হলো: ৪১১৩১২২২১৪***

মৌলিক সংখ্যা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর: 

প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ কি কি?
উত্তর: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯ ও ৯৭।

প্রশ্ন: ১ থেকে ২১০ পর্যন্ত প্রাপ্ত মৌলিক সংখ্যা সমূহ কি কি?
উত্তর: ১ থেকে ২১০ পর্যন্ত প্রাপ্ত মৌলিক সংখ্যা সমূহ মোট ৪৬টি যথা: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯ , ৯৭, ১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯, ১৫১, ১৫৭, ১৬৩, ১৬৭, ১৭৩, ১৭৯, ১৮১, ১৯১, ১৯৩, ১৯৭ ও ১৯৯

প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২৫ টি।

প্রশ্ন: ১০১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর: ১০১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২১ টি।

প্রশ্ন: ১ থেকে ৫০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর: ১ থেকে ৫০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৯৫টি।

প্রশ্ন: ১ থেকে ১০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর: ১ থেকে ১০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৬৮টি।

প্রশ্ন: ১ থেকে ৫০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর: ১ থেকে ৫০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৬৬৯টি।

প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত?
উত্তর: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল ১০৬০।

প্রশ্ন: ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?
উত্তর: ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ২।

প্রশ্ন: ১ থেকে ৫০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ কি কি?

উত্তর: 2, 3, 5, 7, 11, 13, 17 ,19 ,23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97, 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 173, 179, 181, 191, 193, 197, 199, 211, 223, 227, 229, 233, 239, 241, 251, 257, 263, 269, 271, 277, 281, 283, 293, 307, 311, 313, 317, 331, 337, 347, 349, 353, 359, 367, 373, 379, 383, 389, 397, 401, 409, 419, 421, 431, 433, 439, 443, 449, 457, 461, 463, 467, 479, 487, 491, 499।

প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর: ৮টি যথা: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭ এবং ১৯।

প্রশ্ন: ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর: ১০টি যথা: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩ এবং ২৯।

প্রশ্ন: ৪১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর: ১২টি যথা: ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, এবং ৮৯।

প্রশ্ন: ১০০  এর চেয়ে বড় এবং ১৫০ এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে?
উত্তর: ১০টি যথা: ১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, এবং ১৪৯।

Read More:

BFC outlet in Dhaka city

pronoun exercises with answers

Comments

2 responses to “মৌলিক সংখ্যা কাকে বলে বা মৌলিক সংখ্যা কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link