বই সম্পর্কিত তথ্যঃ
- লেখক —- ———-হুমায়ূন আহমেদ
- বইয়ের নাম———-নীল অপরাজিতা
- প্রকাশক —– ——-মাওলানা ব্রাদার্স
- মোট পাতা সংখ্যা— ৭৯
- পিডিএফ সাইজ — ১.০৮ এমবি
- বইয়ের ধরন——– উপন্যাস
- ভাষা ————— বাংলা
- দেশ ————— বাংলাদেশ
এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোন মিল নেই। নীল অপরাজিতার মূল চরিত্রে আছেন-একজন ঐপন্যাসিক। পাঠক-পাঠিকারা যদি আমাকেই সেই ঔপন্যাসিক ভেবে বসেন তাহলে আমার জন্যে খুব অস্বস্তির ব্যাপার হবে।
হুমায়ূন আহমেদ
শহীদুল্লাহ হল। ঢা.বি।
হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক কিংবদন্তী। তিনি একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার এবং গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা। বিংশ শতাব্দীর বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে হুমায়ূন আহমেদ একজন। হুমায়ূন আহমেদ উচ্চ মাধ্যমিক পাস করেন ঢাকা কলেজ থেকে এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পলিমার রসায়ন শাস্ত্রে অধ্যয়ন করেন।
পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। হুমায়ূন আহমেদের নির্মিত চলচ্চিত্রগুলো হলো আগুনের পরশমণি, দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, ঘেটু পুত্র কমলা, শ্যামল ছায়া। তার প্রথম চলচ্চিত্র “আগুনের পরশমনি” জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আটটি পুরস্কার লাভ করে। তিনি ১৯ জুলাই ২০১২ সালে ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
Read Here:
Leave a Reply