খুলনা বিভাগের জেলা সমূহ কয়টি

খুলনা বিভাগের জেলা সমূহ কয়টি ও কি কি?

খুলনা বিভাগের জেলা সমূহ মোট ১০টি। খুলনা বিভাগটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। বিভাগটির মোট আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৫,৫৬৩,০০০ জন। খুলনা বিভাগের পশ্চিম দিকে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে দিকে রয়েছে রাজশাহী বিভাগ, পূর্বে দিকে রয়েছে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ এবং দক্ষিণে রয়েছে ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন। এই অঞ্চলে বঙ্গোপসাগরের কয়েকটি দ্বীপও রয়েছে ।

খুলনা বিভাগের জেলা সমূহ:

  1. খুলনা জেলা – ৪,৩৯৪.৪৫ বর্গ কি. মি.
  2. কুষ্টিয়া জেলা- ১,৬০৮.৮০ বর্গ কি. মি.
  3. বাগেরহাট জেলা – ৩,৯৫৯.১১ বর্গ কি. মি.
  4. চুয়াডাঙ্গা – ১,১৭৪.১০ বর্গ কি. মি.
  5. যশোর – ২,৬০৬.৯৪ বর্গ কি. মি.
  6. ঝিনাইদহ – ১,৯৬৪.৭৭ বর্গ কি. মি.
  7. মাগুরা – ১,০৩৯.১০ বর্গ কি. মি.
  8. মেহেরপুর – ৭৫১.৬২ বর্গ কি. মি.
  9. নড়াইল – ৯৬৭.৯৯ বর্গ কি. মি.
  10. সাতক্ষীরা – ৩,৮১৭.২৯ বর্গ কি. মি.

খুলনা বিভাগের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ

  1. লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  2. খুলনা বিশ্ববিদ্যালয়
  3. খুলনা মেডিকেল কলেজ
  4. ইসলামী বিশ্ববিদ্যালয়
  5. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  6. চুয়াডাঙ্গা সরকারি কলেজ
  7. ঝিনাইদহ ক্যাডেট কলেজ
  8. সরকারি বি. এল. কলেজ
  9. সরকারী এম. এম. কলেজ
  10. কুষ্টিয়া সরকারি কলেজ
  11. দর্শনা সরকারি কলেজ
  12. সরকারি কে.সি কলেজ, ঝিনাইদহ
  13. মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট
  14. ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট
  15. কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট
  16. সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট
  17. খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট
  18. খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট
  19. যশোর পলিটেকনিক ইন্সটিটিউট

খুলনা বিভাগের ক্রিকেটার সমূহ:

  1. সাকিব আল হাসান
  2. সৌম্য সরকার
  3. মেহেদী হাসান (মিরাজ)
  4. মানজারুল ইসলাম রানা (4 May 1984 – 16 March 2007)
  5. ইমরুল কায়েস
  6. হাবিবুল বাশার
  7. মুস্তাফিজুর রহমান
  8. আব্দুর রাজ্জাক
  9. মোহাম্মদ মানজারুল ইসলাম
  10. শেখ সালাহউদ্দিন
  11. সৈয়দ রাসেল
  12. আফিফ হোসেন
  13. নুরুল হাসান সোহান
  14. আয়শা রহমান
  15. শুকতারা রহমান
  16. তাহিন তাহেরা
  17. শায়লা শারমিন
  18. জিয়াউর রহমান
  19. সালমা খাতুন
  20. জাহানারা আলম
  21. রুমানা আহমেদ

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের বেশিরভাগ অংশ – সুন্দরবন – সাতক্ষীরা , খুলনা এবং বাগেরহাট এই তিনটি দক্ষিণ জেলা জুড়ে বিস্তৃত ।

আরো পড়ুন: 

বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান এর নাম কি?

বাংলাদেশ এর বৃহত্তম একক বনভূমি কোনটি?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link