প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম(সবচেয়ে বড়) একক বনভূমি কোনটি?
ক) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
খ) মধুপুর জঙ্গল
গ) সুন্দরবন
ঘ) বান্দরবান বনাঞ্চল
উত্তর: গ) সুন্দরবন
সুন্দরবন বাংলাদেশের খুলনা বিভাগে বিস্তৃত। সুন্দরবনের আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার(বাংলাদেশ)। সুন্দরবনের নামকরন করা হয় সুন্দরী বৃক্ষের উপর ভিত্তি করে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। সুন্দরবনটি বংলাদেশের মোট ৫টি জেলাকে স্পর্স করেছে যথা: খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, সাতক্ষীরা ও বরগুনা। সুন্দরবনে যে গাছগুলো বেশি রয়েছে সুন্দরী, কেওড়া, ধুন্দল, গোলপাতা ও গেওয়া ইত্যাদি। আমাদের সুন্দরবনে যে প্রাণিজ সম্পদ রয়েছে তারমধ্যে অন্যতম হলো রয়েল বেঙ্গল টাইগার আরো অন্যান্য প্রানী যেমন: হরিন, বানর, সাপ এবং নান প্রজাতির পাখির বসবাস।
Leave a Reply