অপিনিহিতির প্রভাবজাত ‘ই’ অথবা ‘উ’ ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তখন তাকে অভিশ্রুতি বলা হয়।
অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী ধাপ বলা হয়।
অভিশ্রুতির উদাহরণ হলো: করিয়া > কইরা > করে, মানিয়া > মাইন্যা > মেনে, শুনিয়া > শুনে, বলিয়া > বইলা > বলে, হটুয়া > হাউটা > হেটো, আজি > আইজ > আজ, মাতৃকা > মাইয়া > মেয়ে, মাছুয়া > মাউছা > মেছো, বাছিয়া > বাইছ্যা > বেছে ইত্যাদি।
অভিশ্রুতি এর ইংরেজি হলো Umlaut.
Leave a Reply