• অভিশ্রুতি কাকে বলে? অভিশ্রুতির উদাহরণ দাও?

    অভিশ্রুতি কাকে বলে? অভিশ্রুতির উদাহরণ দাও?

    অপিনিহিতির প্রভাবজাত ‘ই’ অথবা ‘উ’ ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তখন তাকে অভিশ্রুতি বলা হয়। অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী ধাপ বলা হয়। অভিশ্রুতির উদাহরণ হলো: করিয়া > কইরা > করে, মানিয়া > মাইন্যা > মেনে, শুনিয়া > শুনে, বলিয়া > বইলা > বলে, হটুয়া > হাউটা > হেটো, আজি > আইজ > আজ,…

x