অঙ্কপাতন কাকে বলে?
কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনের ক্ষেত্রে ১০টি প্রতীকই ব্যবহার করা হয়। এ প্রতীকগুলো হলো: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০। এসবগুলোকে অঙ্কও বলা হয়। এই সংখ্যাগুলির শূন্য ব্যতীত বাকি সংক্যাগুলি স্বাভাকি সংখ্যা। এদের মধ্যে প্রথম ৯টি প্রতীককে ( ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) সার্থক অঙ্ক বলে এবং শেষেরটিকে শূন্য বলা হয়। এ সংখ্যাগুলির স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয় ও শূন্য।
দেশীয় সংখ্যাগঠন রীতি:
লক্ষ | হাজার | ||||||
কোটি | নিযুত | লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
অষ্টম | সপ্তম | ষষ্ঠ | পঞ্চম | চতুর্থ | তৃতীয় | দ্বিতীয় | প্রথম |
প্রশ্ন: অঙ্কপাতনে কয়টি অংক ব্যবহার হয়?
উত্তর: ১০টি।
প্রশ্ন: কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে অঙ্কের কি বলে?
উত্তর: স্বকীয় মান।
প্রশ্ন: কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য সংখ্যা প্রকাশ করে তাকে কি বলে?
উত্তর: স্থানীয় মান।
প্রশ্ন: দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলা হয়?
উত্তর: দশমিক বা দশ গুণোত্তর রীতি।
Read More:
সামাজিকীকরণ বলতে কি বুঝায় ব্যাখ্যা কর?
Leave a Reply