MBBS এর পূর্ণরূপ কি

MBBS এর পূর্ণরূপ কি? MBBS সম্পর্কে জানতে চাই?

MBBS এর পূর্ণরূপ হলো: Bachelor of Medicine and Bachelor of Surgery

ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি হলো মেডিসিন এবং সার্জারিতে একটি ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম। এই স্নাতক মেডিকেল ডিগ্রিটি ৫ বছর ধরে চলে। আপনি যদি এই মেডিকেল ডিগ্রিটি সফলভাবে শেষ করতে পারেন তাহলে আপনি একজন ডাক্তার হতে পারেন। এমবিবিএস সিলেবাসটি বেশ বড়। এই সিলেবাসটি সহজ করার জন্য আপনাকে আপনার পড়াশোনায় ধারাবাহিক হতে হবে এবং পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

একজন MBBS ডাক্তার হতে গেলে কি কি ধাপ পেরোতে হয়?

এইচএসসি পরীক্ষা পাশ করার পর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। আপনি যদি সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে চান তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম দিকে থাকতে হবে। যারা মেধাতালিকার প্রথম দিকে থাকে তারা সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায় এবং বাকিরা বেসরকারি মেডিকেলে আবেদন করতে পারবেন ও ভর্তির সুযোগ পাবেন। যারা ভর্তি পরীক্ষায় ফেল করে তারা কোথাও ভর্তি হতে পারবে না।

অর্থা আপনাকে নিম্নের সকল ধাপ অতিক্রম করতে হবে:

  1. এসএসসি
  2. এইচএসসি
  3. মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ
  4. এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা
  5. এমবিবিএস সেকেন্ড প্রফেশনাল পরীক্ষা
  6. MBBS থার্ড প্রফেশনাল পরীক্ষা
  7. এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা
  8. ইন্টারনশিপ
  9. তারপর এমবিবিএস চিকিৎসক

এমবিবিএস স্নাতক কোর্সে যেসব বই পড়ানো হয়:

  1. এনাটমি
  2. বায়োকেমিস্ট্রি
  3. ফিসিওলজি
  4. সার্জারী
  5. মেডিসিন
  6. কমিউনিটি মেডিসিন
  7. ফরেন্সিক মেডিসিন
  8. মাইক্রোবায়োলজি
  9. প্যাথলজি
  10. ফার্মাকোলজি
  11. গাইনেকোলজি ও অবস্টেট্রিক্স ইত্যাদি।
  • এমবিবিএস প্রথম এবং দ্বিতীয় বর্ষ: এনাটমি,ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি।
  • MBBS/ এমবিবিএস তৃতীয় বর্ষ: কমিউনিটি মেডিসিন,ফরেন্সিক মেডিসিন।
  • এমবিবিএস চতুর্থ বর্ষ: প্যাথলজি,মাইক্রোবায়োলজি,ফার্মাকোলজি।
  • এমবিবিএস পঞ্চম বর্ষে: সার্জারী,মেডিসিন,গাইনী,সাথে ইএনটি,অর্থোপেডিক্স,পেডিয়াট্রিক্স। অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের মূলধারার যে কয়টা শাখা আছে সবই পড়তে হবে । 

বাংলাদেশ ও ভারতের সেরা মেডিকেল কলেজসমূহ:

বাংলাদেশে সেরা ১০ টি মেডিকেল কলেজ: 

  1. ঢাকা মেডিকেল কলেজ
  2. চট্টগ্রাম মেডিকেল কলেজ
  3. ময়মনসিংহ মেডিকেল কলেজ
  4. রাজশাহী মেডিকেল কলেজ
  5. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
  6. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
  7. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
  8. শেরে বাংলা মেডিকেল কলেজ
  9. কুমিল্লা মেডিকেল কলেজ
  10. বাংলাদেশ মেডিকেল কলেজ

ভারতের সেরা ১০ টি মেডিকেল কলেজ: 

  1. AIIMS Delhi = All India Institute Of Medical Sciences New Delhi
  2. IMS BHU Varanasi = Institute of Medical Sciences BHU
  3. JIPMER Puducherry = Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research
  4. KGMU Lucknow = King George’s Medical University
  5. JNMC Aligarh = Jawaharlal Nehru Medical College, AMU
  6. MAMC New Delhi =Maulana Azad Medical College(MAMC)
  7. VMMC New Delhi =Vardhman Mahavir Medical College
  8. UCMS Delhi = University College Of Medical Sciences
  9. RIMS Imphal = Regional Institute of Medical Sciences, Imphal
  10. GMCJJH Mumbai = Grant Medical College and Sir JJ Group of Hospitals (GMCJJH)

আরো পড়ুন: 

CGPA মানে কি এবং সিজিপিএ সম্পূর্ণরূপ কি ব্যাখ্যা কর?

CNG কি এবং এর সম্পূর্ণরূপ কি ব্যাখ্যা কর?

Comments

One response to “MBBS এর পূর্ণরূপ কি? MBBS সম্পর্কে জানতে চাই?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link