রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক রুদ্রচন্ড, ১৮৮১ সাল।
কালভৈরবের প্রতিমার সম্মুখে রুদ্রচণ্ড
রুদ্রচণ্ড। মহাকালভৈরব-মুরতি,
শুন, দেব, ভক্তের মিনতি!
কটাক্ষে প্রলয় তব, চরণে কাঁপিছে ভব,
প্রলয়গগনে জ্বলে দীপ্ত ত্রিলোচন।
তোমার বিশাল কায়া ফেলেছে আঁধার ছায়া,
অমাবস্যারাত্রি-রূপে ছেয়েছে ভুবন।
জটার জলদরাশি চরাচর ফেলে গ্রাসি,
দশনবিদ্যুত-বিভা দিগন্তে খেলায়।
তোমার নিশ্বাসে খসি নিভে রবি, নিভে শশী,
শত লক্ষ তারকার দীপ নিভে যায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক রুদ্রচন্ডের প্রথম দৃশ্য “পর্ব্বতগুহা। রাত্রি” কিছুটা অংশ উপরে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
Leave a Reply