TMSS এর পূর্ণরূপ

TMSS এর পূর্ণরূপ কি? TMSS এর ইতিহাস সম্পর্কে জানতে চাই?

TMSS এর পূর্ণরূপ হলো: Thengamara Mohila Sabuj Sangha / ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ

ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ বাংলাদেশের অন্যতম বৃহত্তম নারী নেতৃত্বাধীন এনজিও এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। এটি একটি নারী-ভিত্তিক বাংলাদেশী সংস্থা যা বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের আর্থ-সামাজিক অবকাঠামোর উন্নতির জন্য কাজ করে। তাছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ, আইসিটি, জলবায়ুগতভাবে স্থিতিস্থাপক জীবিকা, সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার ও লিঙ্গ সমতা উন্নত করার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পদ্ধতির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের দিকে কাজ করছে।

TMSS এর ইতিহাস কি?

১৯৬৪ সালে বগুড়া জেলার ঠেঙ্গামারা গ্রামের ফাতেমা বেওয়া এবং জোমেলা বেওয়া নামক এই দুই জন ভিক্ষুকের নেতৃত্বে ভিক্ষুকদের একটি মহিলা দল তৈরি করে। পরবর্তীতে, ডক্টর প্রফেসর হোসনে আরা বেগম, অশোকা ফেলো দ্বারা ১৯৮০ সালে বাংলাদেশের বগুড়ায় TMSS প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সূচনা কলীন নাম ছিল ‘ঠেঙ্গামারা সবজ সংঘ’ (টিএসএস)। প্রফেসর ডঃ হোসনে আরা বেগম সংশোধনী প্রস্তাবের মাধ্যমে TSS কে TMSS হিসাবে সংস্কার করেন যাতে নারীর উন্নয়নের কথা মাথায় রেখে বাংলা শব্দ “মহিলা” অন্তর্ভুক্ত করা হয় এবং বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তে এটি অনুমোদিত হয়।

TMSS এর প্রধান উদ্দেশ্য হল তৃণমূল সিদ্ধান্ত বাস্তবায়ন এবং স্থানীয় মানব ও বস্তুগত সম্পদ ব্যবহারের মাধ্যমে দরিদ্র থেকে দরিদ্র বিশেষ করে অতি দরিদ্রদের আর্থ-সামাজিক অবস্থা ও অবস্থার উন্নয়ন করা।

ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ এর উদ্দেশ্য ও কার্যক্রম সমূহ:

  1. উপলব্ধ সম্পদের সর্বোত্তম ব্যবহার।
  2. প্রশিক্ষণের মাধ্যমে টার্গেট জনগণের সক্ষমতা বৃদ্ধি।
  3. আর্থিক সেবার মাধ্যমে দারিদ্র্য হ্রাস করা।
  4. সমাজে লিঙ্গ সমতা প্রচার করা।
  5. সমাজে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা।
  6. নারী সম্পৃক্ততার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।
  7. সমাজের অবস্থার উন্নতির জন্য মানবাধিকার সেবা প্রদান।
  8. অ্যাডভোকেসি ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।
  9. লক্ষ্য গোষ্ঠীর জন্য মানসম্পন্ন স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা নিশ্চিত করা।
  10. লক্ষ্য গোষ্ঠীর জীবনের অগ্রগতির জন্য মানসম্পন্ন শিক্ষা প্রদান।
  11. উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রযুক্তি হস্তান্তর।
  12. প্রতিষ্ঠানের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা।
  13. একটি টেকসই মডেল সংস্থা হিসাবে TMSS প্রতিষ্ঠা করা।

আরো জানুন: tmss-bd.org

টিএমএসএস এনজিও সংস্থাটি ১৯৯৯ সালে ১৭টি জেলার ৮৮টি উপজেলায় ৩৪২টি ইউনিয়নে কাজ করে। বর্তমানে এর কাজের পরিধি দেশের প্রত্যেকটি জেলায় বৃদ্ধি পেয়েছে। 

TMSS এর কাজের ব্যাপ্তি নিম্নের ছবিটিতে দেখে নিন: Image from: https://tmss-bd.org/working-map/

ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ
ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ

টিএমএসএস নামে সংশোধিত ও পুনর্গঠিত সংস্থায় বাংলা শব্দ “সবুজ” অন্তর্ভুক্ত করার পিছনে মূল কারণটি গ্রামীণ বাংলাদেশে সবুজ বিপ্লবের মূলমন্ত্র। TMSS দরিদ্র মহিলাদের তাদের সক্ষমতা বৃদ্ধি, অভিযোজনযোগ্যতা, প্রতিক্রিয়াশীলতা, তাদের নিজস্ব/উপলব্ধ সম্পদের সর্বোত্তম ব্যবহার, উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, সুশাসন, তাদের প্রতিষ্ঠার মাধ্যমে পরিবার ও সমাজে মর্যাদার সাথে একটি উন্নততর জীবনে আনার সর্বোত্তম প্রচেষ্টা প্রদান করে। 

আরো পড়ুন: 

বৃক্ষ বলতে কি বুঝায় ব্যাখ্যা কর? 

গুল্ম উদ্ভিদ বলতে কি বুঝায় ব্যাখ্যা কর?

Comments

One response to “TMSS এর পূর্ণরূপ কি? TMSS এর ইতিহাস সম্পর্কে জানতে চাই?”

  1. মো: পলাশ আহম্মেদ Avatar
    মো: পলাশ আহম্মেদ

    আমি অনেক কিছু জানতে পারলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link