MODEM এর পূর্ণরুপ কি?

MODEM এর পূর্ণরুপ কি?

MODEM এর পূর্ণরুপঃ

Modulator And Demodulator

MODEM এমন একটি ডিভাইস যা কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমগুলিকে ইন্টারনেটে সংযুক্ত করে থাকে। অর্থাৎ একটি কম্পিউটারের মডেম তার ডিজিটাল সিগন্যালগুলিকে এনালগ সিগন্যালে রূপান্তরিত করে এবং অন্য কম্পিউটারের মডেম অ্যানালগ সংকেতগুলিকে ডিজিটাল সংকেত এ পুনরায় রূপান্তর করে। প্রথমবারের মত সংকেত রূপান্তরকরণকে বলে modulation, পুনরপয় যখন ডিজিটাল সংকেতে রুপান্তর করে তখন তাখে demodulation বলে। 

ডেটাফোন/Dataphone নামে পরিচিত প্রথম MODEM টি AT&T 1960 সালে প্রকাশ করেছিল। পরবর্তীতে ডেনিস হেইস এবং ডেল হিদারিংটন যখন ১৯৭৭ সালে 80-103A MODEM প্রকাশ করেছিলেন তখন এটি গৃহ ব্যবহারকারীদের পক্ষে আরও সহজ হয়ে ওঠে।

Read More:

৩০০+ বেসিক কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান|কম্পিউটার প্রশ্ন ও উত্তর

Comments

One response to “MODEM এর পূর্ণরুপ কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link