MCQ এর পূর্ণরূপ কি

MCQ এর পূর্ণরূপ কি? MCQ বলতে কি বুঝায়?

MCQ এর পূর্ণরূপ হলো: Multiple Choice Question

Multiple Choice Question হলো বিভিন্ন পরীক্ষা মূল্যায়নের জন্য নির্মিত একটি ফর্ম যেখানে শিক্ষার্থীদের বা প্রার্থীদেরকে কয়েকটি সম্ভাব্য উত্তরের তালিকা থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়। MCQ এর অপসন সমূহের মধ্যে একটি সঠিক উত্তর থাকে। বিভিন্ন চাকরি ও একডেমিক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বেশি করা হয়। 

সাধারণত একটি MCQ প্রশ্নে ৪টি অপসন থাকে এবং সেগুলির মধ্যে একটি মাত্র সঠিক অপসন থাকে। একটি প্রশ্নের জন্য দীর্ঘ উত্তর লেখার পরিবর্তে, এমসিকিউ এর ক্ষেত্রে আপনি আপনার প্রশ্ন থেকে সঠিক বেছে সমাধান করতে পারেন।

MCQ এর একটি উদারহণ হলো: 

প্রশ্ন: ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?

ক) বিল গেটস
খ) স্টিভ জবস
গ) মার্ক জুকারবার্গ
ঘ) জেফ বেজোস

উত্তর: গ) মার্ক জুকারবার্গ

বহুনির্বাচনী প্রশ্নগুলি খুব কঠিন প্রশ্ন হয়ে থাকে কারণ সেখানে একই রকম বিকল্প থাকে। তাই এমসিকিউ প্রশ্নের সমাধান করার জন্য কিছু সময় নিয়ে প্রথমে প্রশ্ননি পড়ুন এবং সঠিক উত্তর সম্পর্কে নিশ্চিত হলে, প্রশ্নটি আবার পড়ুন এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন।

MCQ এর আরো কিছু পূর্ণরূপ:

  1. Military Call to Quarters (US Air Force Academy)
  2. Magistrates Court Qualification (UK)
  3. Mcafee Quarantined File
  4. Marathon Call to Quarters (Military)
  5. Morning Call to Quarters (Military)
  6. Management Communication Quarterly (Sage Publications)

আরো পড়ুন:

APEC এর সম্পূর্ণরূপ কি?

APNN এর সম্পূর্ণরূপ কি?

ANC এর সম্পূর্ণরূপ কি?

AMIE এর সম্পূর্ণরূপ কি?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link