BKB এর পূর্ণরূপ কি

BKB এর পূর্ণরূপ কি? BKB এর কাজ কি?

BKB এর পূর্ণরূপ হলো: Bangladesh Krishi Bank

বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের একটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন ব্যাংক যা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকের প্রাথমিক উদ্দেশ্য কৃষক ও কৃষি শিল্পকে সেবা প্রদান করা।

প্রতিষ্ঠার পর থেকে, বিকেবি উল্লেখযোগ্যভাবে কৃষি খাতে অর্থায়ন করছে। বিকেবি বাণিজ্যিক ব্যাংকিংও করে। প্রতিষ্ঠানটি ঋণ, আমানত, কম্পিউটারাইজড ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, স্বয়ংক্রিয় বৈদেশিক রেমিটেন্স সিস্টেম এবং বৈদেশিক মুদ্রা লেনদেনসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে।

BKB জলবায়ু নির্ভর অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ কৃষি খাত সমূহে অর্থায়ন করে থাকে। তাছাড়া এটি দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে ও গ্রামীন পর্যায়ে অর্থনীতিকে আরো শক্তিশালী করার লক্ষে ঋন প্রদান করে। BKB কৃষক, প্রান্তিক কৃষক, অতি দরিদ্র, বর্গা চাষী এবং সাধারন জনগনের জন্য ঋণ সুবিধা দিয়ে থাকে যারা কৃষি উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতির সাথে জড়িত। 

বিকেবি এর কার্যাবলী সমূহ:

  1. বাংলাদেশ কৃষি ব্যাংক বিভিন্ন খাতে ঋণ প্রদান করে যথা: মৎস্য খাত, শস্য খাত, প্রানীসম্পদ, গাভী পালন, কৃষি যন্ত্রপাতি, শস্য গুদামজাতকরন ও বাজারজাতকরন, দেশের দারিদ্র বিমোচন এবং কৃষি ভিত্তিক শিল্প প্রকল্প ও এসএমই খাতে ঋণ প্রদান করে।
  2. এসএনডি, চলতি ও সন্ধয়ী এবং মেয়াদী বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প বাস্তবায়ন করা।
  3. সরকারী সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড ক্রয়-বিক্রয় করা।
  4. বিদেশে কর্মরত প্রবাসীদের প্রেরিত অর্থ তাঁদের স্বজনদের নিকট খুব দ্রুত সময়ে পৌঁছে দেওয়।
  5. সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক ভাত, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, উপবৃত্তি প্রদান, অবসর প্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের পেনসন সুবিধা প্রদান।
  6. সরকারী খাদ্য/ধান/চাল সংগ্রহের বিল পরিশোধ,ভূমি উন্নয়ন কর আদায় ও অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করা। 

Information collected from: https://www.krishibank.org.bd/

Read More:

IPS মানে কি এবং এর সম্পূর্ণরূপ কি ব্যাখ্যা কর?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link