BINA এর পূর্ণরূপ হলো: Bangladesh Institute of Nuclear Agriculture(বিনা).
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রথম যাত্রা শুরু ১৯৬১ সালে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) প্রধান কার্যালয় এর অবস্থান হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
পরবর্তীতে ১৯৭২ সালের জুলাইয়ে একটি অধিকতর সংগঠিত ব্যবস্থাপনায় ঢাকার বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের “পরমাণু কৃষি ইনস্টিটিউট (ইনা)” গড়ে ওঠে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠানটিকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরিত করা হয়। ইনা ১৯৮২ সালে একটি স্বতন্ত্র কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে এবং কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণের আওতায় ন্যস্ত হয়।
পরবর্তীতে ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটিকে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে এবং এর নতুন নামকরণ করা হয় “বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)”।
BINA এর প্রধান কাজ কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য তেজস্ক্রিয় রশ্মি ও আইসোটোপ প্রযুক্তি ব্যবহারক্রমে মৌলিক ও ফলিত গবেষণা কার্যক্রম পরিচালনা করা।
BINA এর ৮টি বৈজ্ঞানিক বিভাগ রয়েছে যথা:
- উদ্ভিদ প্রজনন ও জীনতত্ত্ব (Plant Breeding and Genetics)
- মৃত্তিকাবিজ্ঞান (Soil Science)
- ফসল শারীরতত্ত্ব (Crop Physiology)
- কীটতত্ত্ব (Entomology)
- উদ্ভিদ রোগতত্ত্ব (Plant Pathology)
- কৃষিতত্ত্ব (Agronomy)
- কৃষি প্রকৌশল (Agricultural Engineering)
- প্রশিক্ষণ, যোগাযোগ ও প্রকাশনা (Training, Communication and Publication)
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উপকেন্দ্র সমূহ:
- রংপুর
- ঈশ্বরদি
- মাগুরা
- সাতক্ষীরা
- কুমিল্লা
- জামালপুর
- খাগড়াছড়ি
- সুনামগঞ্জ
- শেরপুর
- বরিশাল
- গোপালগঞ্জ
- নোয়াখালী
- চাঁপাইনবাবগঞ্জে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর যাবতীয় কার্যাবলিতে সাধারন নির্দেশনা, প্রশাসন ও তত্ত্বাবধানের দায়িত্ব একটি ম্যানেজমেন্ট বোর্ডের উপর ন্যস্ত। প্রতিষ্ঠানটির নীতি সংশ্লিষ্ট বিষয়াদি বোর্ড কর্তৃক নিষ্পন্ন করা হয়। প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী হিসেবে মহাপরিচালক পদাধিকার বলে ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান।
আরো পড়ুন:
DEPZ এর সম্পূর্ণরূপ কি জানতে চাই?
TQM এর পূর্ণরুপ কি বিস্তারিত ব্যাখ্যা কর?
Leave a Reply