বিকাশ অ্যাপ ডাউনলোড অফার

বিকাশ অ্যাপ ডাউনলোড অফার এবং সুযোগ সুবিধা

বিকাশ অ্যাপ ডাউনলোড অফার

bKash -বিকাশ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং কোম্পানি। বিকাশ অ্যাপ এ প্রথমবারে লগইন করলেই পাচ্ছেন বিকাশ ওয়েলকাম বোনাস ও বিকাশ অ্যাপস রিচার্জ বোনাস। বর্তমানে বিকাশ অ্যাপ ব্যবহার করে মানুষ অফলাইন ও অনলাইনে কেনাকাটার যাবতীয় পেমেন্ট করার সুযোগ পাচ্ছে। 

বিকাশ অ্যাপ ডাউনলোড অফার সমূহ: 

১ম বার বিকাশ অ্যাপে একাউন্ট খুলে ১২৫ টাকা ক্যাশব্যাক যেভাবে পাবেন:

  1. অ্যাপ থেকে নতুন একাউন্ট খুলে লগইন করলে ২৫ টাকা ক্যাশব্যাক।
  2. প্রথমবার যেকোনো মোবাইল নাম্বারে রিচার্জ করলে ২৫ টাকা ক্যাশব্যাক।
  3. একাউন্ট খোলে প্রথম মাসে অ্যাড মানি (কার্ড টু বিকাশ), সেন্ড মানি ও পে বিল করে ২৫ টাকা ক্যাশব্যাক।
  4. একাউন্ট খোলে দ্বিতীয় মাসে অ্যাড মানি (কার্ড টু বিকাশ), সেন্ড মানি, পে বিল ও মোবাইল রিচার্জ করে ৫০ টাকা ক্যাশব্যাক।

বিকাশ অ্যাপ অফারের ডাউনলোড লিংক

বিকাশ অ্যাপ ডাউনলোড

বিকাশ অ্যাপ ডাউনলোড অফার বিস্তারিত তথ্য সমূহ: 

শর্তাবলী ক্যাশব্যাক সময়সীমা
অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলে পিন সেট করলে (একাউন্ট খোলার ৭২ ঘণ্টার মধ্যে) ১০ টাকা ১ এপ্রিল-৩০ জুন, ২০২৩ পর্যন্ত
অ্যাপে প্রথমবার লগইন করলে ১৫ টাকা //
অ্যাপ থেকে ১ম বার যেকোনো মোবাইল নাম্বার রিচার্জ করলে ২৫ টাকা //
//
প্রথমবার রিচার্জ করার পর সেই মাসেঃ
অ্যাপের মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে নিজের একাউন্টে ১,০০০ টাকা অ্যাড মানি-তে ১০ টাকা ১ এপ্রিল-৩০ জুন, ২০২৩ পর্যন্ত
অ্যাপ থেকে পে বিল করলে ১০ টাকা //
অ্যাপ থেকে ২,০০০ টাকা বা বেশি সেন্ড মানি-তে (সেন্ড মানি টু নন বিকাশ এর ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবেনা) ৫ টাকা //
প্রথমবার রিচার্জ করার পরবর্তী মাসেঃ
অ্যাপ থেকে ২০ টাকা মোবাইল রিচার্জ করলে ২৫ টাকা ১ এপ্রিল-৩০ জুন, ২০২৩ পর্যন্ত
অ্যাপের মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে নিজের একাউন্টে ৫০০ টাকা (কার্ড টু বিকাশ) অ্যাড মানি-তে ১০ টাকা //
অ্যাপ থেকে ১০১ টাকা – ১,০০০ টাকা সেন্ড মানি(সচল বিকাশ একাউন্টে)-তে (সেন্ড মানি টু নন বিকাশ এর ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবেনা) ৫ টাকা //
অ্যাপ থেকে পে বিল করলে ১০ টাকা //
মোট ক্যাশব্যাক ১২৫ টাকা

** গ্রাহক প্রথমবার মোবাইল রিচার্জ করে ক্যাশব্যাক পাওয়ার পরে পরবর্তী ২ মাসের সকল অফার, অ্যাপের ‘স্পেশাল অফার’ অপশন থেকে দেখতে পারবেন।
  • গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে প্রথমবার মোবাইল রিচার্জ করার মাধ্যমে তাদের অ্যাকাউন্ট সক্রিয় করার পর এই ক্যাম্পেইনের স্পেশাল ক্যাশব্যাক অফারে অন্তর্ভুক্ত হবেন। গ্রাহকরা ১ জানুয়ারি থেকে শুরু করে ক্যাম্পেইন চলাকালীন অ্যাপ থেকে বিকাশ একাউন্ট খুলে প্রথমবার অ্যাপ-এ নির্দিষ্ট লেনদেন করার পরবর্তী ৬০ দিন পর্যন্ত বিশেষ অফারের অন্তর্ভুক্ত অফারগুলি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
  • গ্রাহক বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করে একাউন্ট সচল করা সাপেক্ষে এই ক্যাম্পেইনের স্পেশাল ক্যাশব্যাক অফারের অন্তর্ভুক্ত হবেন। প্রথমবার মোবাইল রিচার্জ করে অফার নেওয়ার দিন থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত গ্রাহক নির্দিষ্ট লেনদেন করে স্পেশাল অফারের অন্তর্ভুক্ত অফারগুলো নিতে পারবেন, তাই যেসব গ্রাহক ৩০ জুন, ২০২৩ এর মধ্যে মোবাইল রিচার্জ অফারটি নেবেন তারা ১ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত স্পেশাল অফার-এর অন্তর্ভুক্ত অফারগুলো উপভোগ করতে পারবেন।
  • বিকাশ অ্যাপ থেকে একাউন্ট খুলে, ৭২ ঘণ্টার মধ্যে পিন সেট করলে ১০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এরপর প্রথমবার অ্যাপে লগইন করে নতুন গ্রাহক পাবেন আরো ১৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
  • একাউন্ট খোলার পর অ্যাপে লগইন করে অ্যাপ থেকে যেকোনো মোবাইল নাম্বারে প্রথমবার রিচার্জ করলেই পাবেন আরো ২৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!

প্রথমবার রিচার্জ করার পর সেই মাসে– অ্যাপের মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে নিজের একাউন্টে ১,০০০ টাকা অ্যাড মানি-তে ১০ টাকা; অ্যাপ থেকে ২,০০০ টাকা বা বেশি সেন্ড মানি (সচল বিকাশ একাউন্টে)-তে ৫ টাকা ও অ্যাপ থেকে পে বিল করলে আরো ১০ টাকা ক্যাশব্যাক পাবেন।

প্রথমবার রিচার্জ করার পরবর্তী মাসে — অ্যাপ থেকে ২০ টাকা মোবাইল রিচার্জে পাচ্ছেন ২৫ টাকা ক্যাশব্যাক, অ্যাপ থেকে ৫০০ টাকা (কার্ড টু বিকাশ) অ্যাড মানি-তে ১০ টাকা; অ্যাপ থেকে ১০১ টাকা – ১,০০০ টাকা সেন্ড মানি (সচল বিকাশ একাউন্টে)-তে ৫ টাকা ও অ্যাপ থেকে পে বিল করলে ১০ টাকা ক্যাশব্যাক।

All Data Collected From: https://www.bkash.com/app

নতুন বিকাশ অ্যাপ এর সুযোগ সুবিধা সমূহ: 

  • স্টেটমেন্ট: স্টেটমেন্ট অপসন থেকে সব হিসাব যেকোনো সময় দেখতে পারবেন।
  • বিকাশ রিওয়ার্ডস: প্রতিবার আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করলেই পাবেন রিওয়ার্ড পয়েন্ট আর রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে পাবেন দারুণ সব অফার।
  • প্রিয় নাম্বার: প্রিয় নাম্বার যোগ করে আপনার প্রিয়জনকে ফ্রি সেন্ড মানি করার সুযোগ।
  • এটিএম ক্যাশ আউট: পার্টনার ব্যাংক এটিএম থেকে আপনি সহজেই ক্যাশ আউট করতে পারবেন কম খরচে – প্রতি হাজারে মাত্র ১৪.৯০ টাকা।
  • অটো রিচার্জ: অটো রিচার্জ চালু করলে আপনার সিমের টাকা শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হবে এয়ারটেল, রবি ও বাংলালিংক নাম্বারে।
  • গিফট: সেন্ড মানি গিফট অপসনের মাধ্যমে প্রিয়জনকে গিফট পৌঁছে দিন।
  • বিকাশ ম্যাপ: বিকাশ ম্যাপ এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে বিকাশ এজেন্ট, মার্চেন্ট ও গ্রাহক সেবা খুঁজে পাবেন খুব সহজে।
  • বিকাশ ম্যাপ: বিকাশ ম্যাপ এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে বিকাশ এজেন্ট, মার্চেন্ট ও গ্রাহক সেবা খুঁজে পাবেন খুব সহজে।
  • সেভ বিল: আপনার সেভ করা সকল বিলের তথ্য খুঁজে পাবেন সেভ বিল অপসনে।
  • QR কোড স্ক্যানিং: QR কোড ব্যবহার করে সহজেই পেমেন্ট বা ক্যাশ আউট করতে পারবেন সহজেই।
  • ইনবক্স: আপনার সকল লেনদেন ও অফারের নোটিফিকেশনগুলি ইনবক্স অপসনে দেখতে পারবেন।
  • লিমিট চেক: দৈনিক ও মাসিক লেনদেনের লিমিট চেক করতে পারবেন লিমিট অপসনে।
  • ব্যালেন্স চেক: আপনার একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন খুব সহজেই যখন খুশি তখন।
  • ভাষা পরিবর্তন: আপনার পছন্দের ভাষা বাাংলা অথবা ইংরেজি ব্যবহার করতে পারবেন।

বিকাশ অ্যাপে একাউন্ট খোলার নিয়ম: বিকাশ অ্যাপ ডাউনলোড অফার 

বিকাশ অ্যাপ এর মধ্যে একাউন্ট কিভাবে করবেন তার বিস্তারিত নিচে দেওয়া হলোঃ

  1. প্রথমে উপরে দেওয়া লিংক থেকে অ্যাপটি উউনলোড করে নিন।
  2. অ্যাপসটি ওপেন করুন।
  3. রেজিস্ট্রেশন অপসনে ক্লিক করুন।
  4. আপনার মোবাইল নাম্বারটি দিন।
  5. এখন আপনার এন আইডি কার্ডের সামনের ছবি তুলুন।
  6. তারপর আবার এন আইডি কার্ডের পিছনের ছবি তুলে আপলোড করুন।
  7. এখন আপনার ছবি স্ক্যান করুন।
  8. তারপর ৫ সংখ্যার পিনকোড দিন।

Posted

in

by

Tags:

Comments

One response to “বিকাশ অ্যাপ ডাউনলোড অফার এবং সুযোগ সুবিধা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link