রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। যে প্রাণীগুলোতে হিমোসিল বিদ্যমান: প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া ইত্যাদি।
যেমন: প্রজাপতি যা আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং এর দেহের রক্তপূর্ণ গহ্বর রয়েছে, অর্থাৎ দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো ডানার সাহায্যে উড়তে পারে।
Leave a Reply