হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া প্রাণীর পূর্ব নাম ছিল’সিলেন্টারেটা’।
পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এরা বেশিরভাগই সামুদ্রিক আবার কিছু প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ ইত্যাদিতে পাওয়া যায়।
নিডারিয়া পর্বের প্রাণীর সাধারণ বেশিষ্ট্য হলো:
- এদের কোষগুলো সুবিন্যস্ত থাকে।
- দেহপ্রাচীর ছিদ্রযুক্ত নয়।
- পূর্ণাঙ্গ প্রাণীরা সচল প্রকৃতির।
- সিলেন্টেরন নামক দেহ গহ্বর বিদ্যমান।
- এদের দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দিয়ে গঠিত।
- এস্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে।
Leave a Reply