প্রশ্ন: স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কোনটি?
ক) এক / ১
খ) ০
গ) অসীম
ঘ ) সবগুলো
উত্তর: ক) এক বা ১
আরো পড়ুন:
প্রশ্ন: এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?
উত্তর: এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯।
প্রশ্ন: ২৮ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর: ৩টি।
প্রশ্ন: অংক পাতনে কয়টি অংক ব্যবহার করা হয়?
উত্তর: ১০টি।
প্রশ্ন: কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে?
উত্তর: অঙ্কপাতন।
প্রশ্ন: পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায়?
উত্তর: ১০টি।
প্রশ্ন: দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে বলা হয়?
উত্তর: দশমিক বা দশ গুণোত্তর রীতি।
প্রশ্ন: ১ বিলিয়ন = কত কোটি?
উত্তর: ১০০ কোটি।
প্রশ্ন: বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে কোন ধরনের সংখ্যা পাওয়া যায়?
উত্তর: বৃহত্তম সংখ্যা।
আরো পড়ুন :
বাংলা ব্যাকরণ সম্পর্কে জানতে চাই?
Leave a Reply