সেবা শিল্প কাকে বলে বা সেবা শিল্প কি

সেবা শিল্প কাকে বলে বা সেবা শিল্প কি? সেবা শিল্প বলতে কি বুঝায়?

যে শিল্প প্রচেষ্টায় সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে, তাকে সেবা শিল্প বলে। যেমন: পরিবহন, চিকিৎসা, শিক্ষা, বীমা, টেলিযোগাযোগ, বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং, স্বাস্থ্য সেবা ইত্যাদি।

সেবা শিল্পে মাধ্যমে গ্রাহকরা তৃপ্ত, নন্তুষ্ট এবং উপকৃত হয়। সেবা একটি অদৃশ্য ও অস্পর্শনীয় পণ্য যার মালিকানা হস্তান্তর করা যায় না। আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে সেবা ক্রয় করে থাকি যেমন: ইন্টারনেট সেবা, ব্যাংকিং সেবা, বিমান, রেলওয়ে, হোটেল, মোবাইল ফোন ইত্যাদি।

সেবার বৈশিষ্ট্য কি কি?

  • কাজ বা সুবিধা
  • অস্পর্শনীয় প্রকৃতি
  • মালিকানা হস্তান্তরযোগ্য নয়
  • মজুদযোগ্য নয়
  • গ্রাহকদের কাছাকাছি প্রতিষ্ঠান

Related Article: প্রত্যক্ষ সেবা বলতে কি বুঝায়? কত প্রকার ও কি কি?

সেবা শিল্পের উদহারণ:

  • পরিবহন
  • যোগাযোগ
  • চিকিৎসা
  • শিক্ষা
  • মেরামত
  • ব্যাংকিং
  • বীমা
  • ইন্টারনেট
  • মোবাইল ফোন
  • পানি
  • বিদ্যুৎ
  • গ্যাস

সেবা শিল্প একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির সূচক হিসাবে বিবচিত হয়ে আসছে। আমাদের বিদ্যমান চাহিদা মটাতে এবং আমাদের জীবনযাত্রার মন উন্নত ও সহজ করতে সেবা শিল্পের বিকল্প নেই।

Comments

One response to “সেবা শিল্প কাকে বলে বা সেবা শিল্প কি? সেবা শিল্প বলতে কি বুঝায়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link