প্রশ্ন: সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কমপিউটার?
ক) মিনি কম্পিউটার
খ) মাইক্রো কম্পিউটার
গ) সুপার কম্পিউটার
ঘ) মেইনফ্রেম কম্পিউটার
উত্তর: গ) সুপার কম্পিউটার
কম্পিউটার সম্পর্কিত আরো প্রশ্ন ও উত্তর পড়ুন:
প্রশ্ন: আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: চার্লস ব্যাবেজ।
প্রশ্ন: প্রথম বাণিজ্যিক কম্পিউটারের নাম কি?
উত্তর: VNIVAC.
প্রশ্ন: পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?
উত্তর: লেডি এডা অগাস্টা।
প্রশ্ন: কত কিলোবাইটে ১ মেগাবাইট হয়?
উত্তর: ১০২৪ KB = ১ MB
প্রশ্ন: সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি কোনটি?
উত্তর: বাইনারি।
প্রশ্ন: ৫টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লিখ?
উত্তর: 1. Mouse, 2. Keyboard, 3. Monitor, 4. Printer, 5. Speaker
প্রশ্ন: কোন কম্পিউটার সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার?
উত্তর: সুপার কম্পিউটার।
প্রশ্ন: কী-বোর্ডকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
উত্তর: ৬ শ্রেণিতে।
প্রশ্ন: হার্ড ডিস্ক কি ধরণের ডিভাইস?
উত্তর: স্টোরেজ ডিভাইস।
প্রশ্ন: মনিটরের স্ক্রীনকে কি বলা হয়?
উত্তর: ডেস্কটপ।
আরো পড়ুন:
ডেটা কমিউনিকেশন মিডিয়া বলতে কি বুঝায় ব্যাখ্যা কর?
Wi-Fi কাকে বলে? Wi-Fi কিভাবে কাজ করে জেনে নিন?
সামাজিক যোগাযোগ মাধ্যম মানে কি জানতে চাই?
ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বিস্তারিত জেনে নিন?
Leave a Reply