যে অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনার কাজে অংশগ্রহণ করে, যাদের দায় অসীম থাকে, তাদেরকে সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার বলে।
অর্থাৎ, সাধারণ অংশীদারগন ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে। এ অংশীদারদের দায় অসীম থাকে। তারা চুক্তি অনুযায়ী লাভ বা লোকসান ভাগ করে নেয়। যদি চুক্তিতে উল্লেখ থাকে তাহলে সাধারণ অংশীদারগণ ব্যবসায় পরিচালনার জন্য পারিশ্রমিক পায়।
সাধারণ অংশীদারকে সক্রিয় অংশীদারও বলা হয়। কারণ সাধারণ অংশীদারগণ সংগঠনের ব্যবস্থাপনা ও পরিচালনায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে থাকে।
সাধারণ অংশীদার এর বৈশিষ্ট্য কি কি?
- অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে।
- সংগঠন পরিচালনা ও ব্যবস্থাপনার কাজে অংশগ্রহণ করে।
- অংশীদারগণের দায় অসীম থাকে।
- চুক্তি অনুযায়ী লাভ-লোকসান ভাগ করে নেয়।
- চুক্তিতে যদি উল্লেখ থাকে তাহলে তারা ব্যবসায় পরিচালনার জন্য পারিশ্রমিক পায়।
Leave a Reply