যেসকল দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ একই অর্থ বহন করে তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে।
সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ সমূহ হলো:
বইপুস্তক, দলিলপত্র, ঘরবাড়ি, লোকজন, জনমানব, কুলি-মজুর, হাটবাজার, চালাকচতুর, ধনদৌলত, কাজকর্ম, রীতিনীতি, টাকাকড়ি, বনজঙ্গল, আপদবিপদ, ব্যবসায়-বাণিজ্য, লজ্জাশরম, ঠাট্টা-মশকরা, আইন-কানুন, ঘর-দুয়ার, খাতা-পত্র, কল-কারখানা, জীবজন্তু, মোল্লা-মৌলভি, মণি-মাণিক্য, রাজা-বাদশা, সুখ-শান্তি, দুঃখ-কষ্ট, ধন-সম্পত্তি, রাগ-রাগিণী, ধর-পাকড় ইত্যাদি।
ব্যাসবাক্য সহ সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ সমূহ হলো:
- বই ও পুস্তক = বইপুস্তক
- দলিল ও পত্র = দলিলপত্র
- ঘর ও বাড়ি = ঘরবাড়ি
- লোক ও জন = লোকজন
- জন ও মানব = জনমানব
- কুলি ও মজুর = কুলি-মজুর
- হাট ও বাজার = হাটবাজার
- চালাক ও চতুর = চালাকচতুর
- ধন ও দৌলত = ধনদৌলত
- কাজ ও কর্ম = কাজকর্ম
- রীতি ও নীতি = রীতিনীতি
- টাকা ও কড়ি = টাকাকড়ি
- বন ও জঙ্গল = বনজঙ্গল
- আপদ ও বিপদ = আপদবিপদ
- ব্যবসায় ও বাণিজ্য = ব্যবসায়-বাণিজ্য
- লজ্জা ও শরম = লজ্জাশরম
- ঠাট্টা ও মশকরা = ঠাট্টা-মশকরা
- আইন ও কানুন = আইন-কানুন
- ঘর ও দুয়ার = ঘর-দুয়ার
- খাতা ও পত্র = খাতা-পত্র
- কল ও কারখানা = কল-কারখানা
- জীব ও জন্তু = জীবজন্তু
- মোল্লা ও মৌলভি = মোল্লা-মৌলভি
- মণি ও মাণিক্য = মণি-মাণিক্য
- রাজা ও বাদশা = রাজা-বাদশা
- সুখ ও শান্তি = সুখ-শান্তি
- দুঃখ ও কষ্ট = দুঃখ-কষ্ট
- ধন ও সম্পত্তি = ধন-সম্পত্তি
- রাগ ও রাগিণী = রাগ-রাগিণী
- ধর ও পাকড় = ধর-পাকড়
আরো পড়ুন:
স্বরধ্বনি বলতে কি বুঝায় ব্যাখ্যা কর?
Leave a Reply