শ্রেণিবিন্যাস কি/ শ্রেণীবিন্যাস কাকে বলে?

ক্যাটায়ন ও অ্যানায়ন এর পার্থক্য

বিশাল এই জীবজগতকে চেনা বা জানার জন্য এদের বৈশিষ্ট্য উপর নির্ভর করে বিভিন্ন স্তর বা ধাপে সাজানো বা বিন্যস্ত করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণিবিন্যাস।

শ্রেণিবিন্যাসের জনক হলেন প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস।

অর্থাৎ শ্রেণীবিন্যাসবিদ্যা হলো বিজ্ঞানের বিভিন্ন সদস্যদের যথাক্রমে সনাক্তকরণ ও তাদেরকে চেনের জন্য বিভিন্ন নামে বা দলে/স্তরে/ধাপে সাজিয়ে নেওয়া।

শ্রেণীবিন্যাস করার মূল লক্ষ্য বা কারণ হলো এই বিশাল বিশ্বের জীবজগৎকে খুব সহজেই ভালোভাবে জানা ও বুঝা। শ্রেণীবিন্যাস করার ফলেই আমরা আজকে খুব সহজেই বলে দিতে পারছি কোনটি কোন প্রজাতির প্রানী এবং কোন প্রাণীটি কোন গোত্রের। শ্রেণিবিন্যাস আমাদেরকে আরো সহজ করে দিয়েছে বিশ্বের বিভিন্ন জীবজগৎ ও প্রণীদের জানতে ও চিনতে।

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.