প্রশ্ন: লবণ এর সন্ধি বিচ্ছেদ কি?
ক) ল + বন
খ) লব + অন
গ) লো + অন
ঘ) লো + বন
উত্তর: গ) লো + অন (গ) লো + অন = লবণ)
লবণ বলতে বুঝায় খাদ্যে ব্যবহৃত এক প্রকারের দানাদার পদার্থ যার মূল উপাদানটি হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl)। আর এই লবণের স্বাদকে মৌলিক স্বাদের একটি বলে গণ্য করা হয়। প্রায় সকল প্রকার খাবারেই লবণ ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বৃদ্ধি করতে লবণের কোন বিকল্প নেই। পরিমিত পরিমাণ লবণ গ্রহণে শরীরের কোনো ক্ষতি হওয়ার সুযোগ থাকে না। তবে অতিরিক্ত লবণ গ্রহণ করা শরীরের জন্য ক্ষতি কর। তাই পুষ্টিবিদগণ এর মতে লবণ যত কম পরিমাণে গ্রঞন করা যায় ততই শরীরের জন্য ভালো।
সন্ধি বিচ্ছেদ এর আরো উদাহরণ পড়তে সাইটে সার্চ করুন অথবা সন্ধি বিচ্ছেদ ক্যাটাগরিতে দেখুন ।
আরো পড়ুন:
গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন ব্যাখ্যা কর?
প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস কোনটি জানতে চাই?
Leave a Reply