পরিবাহীর যে ধর্মের জন্য কোন পরিবাহকের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে।
১৮২৭ সালে জর্জি সাইমন ওহম আবিষ্কার করেছিলেন রোধ, ভোল্টেজ এবং স্রোতের মধ্যে অনুপাত।
রোধের একক হলো ওহম’স(Ω)।
রোধের ব্যবহার সাধারনত হয়ে থাকে ইলেক্ট্রিক বর্তনীতে, ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতিতে এবং ভোল্টেজ বিভাজনেও রোধ ব্যবহৃত হয়।
Leave a Reply