রবীন্দ্রনাথ ঢাকায় আসেন ২বার ১৮৯৮ ও ১৯২৬ সালে।
- রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ঢাকায় এসেছিলেন বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন যা ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
- দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এবং ঢাকাবাসীদের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঢাকায় আসেন।
রবীন্দ্রনাথের প্রথম সফরে তিনি ঢাকা ক্রাউন থিয়েটারে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে অংশ নেন। রবীন্দ্রনাতের প্রথমবার আসা নিয়ে খুব একটা জানাজানি হয়নি। তবে দ্বিতীয় বার যখন রবীন্দ্রনাথ ঢাকায় আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকাবাসীর আমন্ত্রনে তখন ঢাকাবাসীদের মধ্যে খুব মাতামাতি হয়েছিল, তিনি কোথায় থাকবেন, কোথায় খাবেন ইত্যাদি।
কিছু প্রশ্ন ও উত্তরঃ
১. রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে আসেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ১৯২৬ সালে।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম কি ছিল?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম The Meaning of Art.
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম কি ছিল?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম The Rule of the Giant.
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে কবে ডি.লিট উপাধী দেয় ?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে ১৯৩৬ সালে ডি.লিট উপাধী দেয়।
আরও পড়ুনঃ
Leave a Reply