যান্ত্রিক শিল্প কাকে বলে বা যান্ত্রিক শিল্প কি?

যান্ত্রিক শিল্প কাকে বলে বা যান্ত্রিক শিল্প কি?

যে শিল্প প্রক্রিয়ায় শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুতকৃত জিনিস থেকে মানুষের ব্যবহারের উপযোগী পণ্যে রূপান্তর করে তাকে যান্ত্রিক শিল্প বা উৎপাদন শিল্প বলে। যেমন: ইস্পাত শিল্প, বয়ন শিল্প, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ইত্যাদি।

যান্ত্রিক শিল্প বা উৎপাদন শিল্পের প্রকারভেদ:

  1. বিশেস্নষণ শিল্প: খনিজ তেল থেকে বিশেস্নষণের মাধ্যমে পেট্রোল, ডিজেল, কেরোসিন তৈরি করা।
  2. যৌগিক শিল্প: সাবান, ইস্পাত, সার ও সিমেন্ট শিল্প ইত্যাদি তৈরি করা।
  3. প্রক্রিয়াভিত্তিক শিল্প: তুলা থেকে সুতা, সুতা থেকে বস্ত্র তৈরি করা।
  4. সংযোজন শিল্প: কম্পিউটার, মোটরগাড়ি, রেল ইঞ্জিন তৈরি করা।
  5. সংযুক্ত শিল্প: লৌহ ও ইস্পাত শিল্প (যদি শুধু ইস্পাত থাকে তাহলে সেটি যৌগিক শিল্প হবে)

Comments

One response to “যান্ত্রিক শিল্প কাকে বলে বা যান্ত্রিক শিল্প কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link