বীজ থেকে গাছ উৎপন্ন হওয়ার প্রকিয়াকে অঙ্কুরোগম বলে। অঙ্কুরোদগম সম্পর্কে আরো বিস্তারিত জানুন।
মৃদগত ও মৃদভেদী অঙ্কুরোদগমের পার্থক্যঃ
মৃদগত অঙ্কুরোদগম | মৃদভেদী অঙ্কুরোদগম |
১. যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে আসে কিন্তু বীজপত্র মাটির ভিতরে থেকে যায় তখন তাকে মৃদগত অঙ্কুরোদগম বলে। | ১. যখন বীজপত্রসহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে মৃদভেদী অঙ্কুরোদগম বলে। |
২. এপিকোটাইলের দ্রুত বৃদ্ধির কারণে হয়। | ২. হাইপোকোটাইলের দ্রুত বৃদ্ধির কারনে হয়। |
Leave a Reply