মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরুস্কার বলার কারণ:
মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষ ব্যবসায়িক কার্যক্রমের সাথে জড়িত হয়। আর ব্যবসায় রয়েছে ঝুঁকি ও অনিশ্চয়তা। একটি নির্দিষ্ট সময়ে/বছরে ব্যবসায়ের লাভ/ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যা সম্পূর্ণ অনিশ্চিত। একজন ব্যবসায়ী ঝঁকি গ্রহণের মাধ্যমে ব্যবসায়ে মুলধন বিনিয়োগ করে, ঝুঁকি গ্রহণের বিপরীতে সে পুরুস্কারস্বরুপ মুনাফা অর্জন করে। আমরা জানি, ঝুঁকির পরিমাণ যত বেশি মুনাফার পরিমানও তত বেশি। আবার ঝুঁকির পরিমাণ যত কম তেমনি মুনাফার পরিমানও তত কম। তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরুস্কার বলা হয়।
কোনো বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফার হার অপেক্ষা প্রকৃত মুনাফার হারের ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ব্যবসায় অর্থায়নে ঝুঁকি বলে। যেকোনো ব্যবসায় শুরুর পূর্বে ঐ ব্যবসায়ে কত বেশি ঝুঁকি আছে তা অনুমান বা নির্ণয় করলে ব্যবসায়িক ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। এজন্য ব্যবসায়ের শুরুতে ঝুঁকি নির্ণয় গুরুত্বপূর্ণ অংশ।
Leave a Reply