মুক্তিযুদ্ধে যুদ্ধরত বাহিনীর একটি বড় অংশ ছিল নিয়মিত বাহিনীর যোদ্ধারা। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর বাঙালি সৈনিকদের নিয়ে এই বাহিনী গঠিত হয়। যেখানে বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত ছিল মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী। এদের বলা হতো মুক্তিফৌজ। এদেরকে সেনাবাহিনীর বিধিবিধান ও নিয়মকানুন মেনে চলতে হয়।
সুতরাং, নিয়মিত যোদ্ধাকে নিয়ে গঠিত বাহিনীকে বলা হয় মুক্তিফৌজ। সরকারিভাবে এদের নামকরণ করা হয় এম. এফ.(মুক্তিফৌজ)।
Leave a Reply