মসজিদ কোন ভাষার শব্দ?
ক) আরবি শব্দ
খ) ফারসি শব্দ
গ) ফরাসি শব্দ
ঘ) পর্তুগিজ শব্দ
উত্তর: ক) আরবি শব্দ
“আর তার চেয়ে অধিক যালেম কে, যে আল্লাহর মাসজিদসমূহে তাঁর নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরাণ করতে চেষ্টা করে? তাদের তো উচিৎ ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহাআযাব।”
–সূরাঃ আল-বাকারা, আয়াত – ১১৪
আল-বায়ান
আরো পড়ুন:
Leave a Reply