কখনো কখনো শব্দের মাঝখানে স্বরধ্বনি আসে তাকে মধ্য স্বরাগম বলে। অর্থাৎ মধ্য স্বরাগমের ক্ষেত্রে শব্দের মাঝখানে বা মধ্যে স্বরধ্বনি আসবে।
মধ্য স্বরাগমের অপর নাম হলোঃ বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
মধ্য স্বরাগম এর উদাহরণঃ
রত্ন > রতন (‘রত্ন’=(র+অ+ত+ন+অ) এবং ‘রতন’=(র+অ+ত+অ+ন+অ) অর্থাৎ ত+ন এর জায়গায় ত+অ যোগ হয়ে তন হয়েছে।
ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ।
প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম।
মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভ্রূ > ভুরু।
গ্রাম > গেরাম, প্রেক > পেরেক, স্রেফ > সেরেফ।
শ্লোক > শোলোক, মুরগ > মুরোগ > মোরগ।
Leave a Reply