যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা কাকে বলে। যেমন: কোষপ্রাচীর।
অর্থাৎ সহজ ভাষায়, যার মধ্য দিয়ে তরল পদার্থ সহজেই চলাচল করতে পারে তাকেই ভেদ্য পর্দা বলে।
দ্রাবক: দ্রাব যাতে দ্রবীভূত হয়। যেমন – পানি।
দ্রাব: দ্রাবকে যা দ্রবীভূত হয়। যেমন -চিনি, লবণ ইত্যাদি।
অভিস্রবণ সিলেকটিভলি ভেদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রাবক পদার্থ স্থানান্তরিত হয়।
Leave a Reply