ভারত দেশ সম্পর্কিত সাধারন জ্ঞান প্রশ্ন ‍ও উত্তর

ভারত দেশ সম্পর্কিত সাধারন জ্ঞান প্রশ্ন ‍ও উত্তর

ভারত দেশ  সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলো ধরার চেষ্টা করেছি এই আর্টিকেল এর মাধ্যমে। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ এবং জাতিসংঘের সমীক্ষা অনুযায়ী জনসংখ্যায় ভারত চীনকে ছাড়িয়ে যাবে ২০২৮ সালের মধ্যে।

ভারত দেশ পরিচিতি এবং ইতিহাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর:

১. ভরতের রাষ্ট্রীয় নাম কি?

উত্তর: রিপাবলিক অব ইন্ডিয়া।

২. ভারতের রাজধানীর নাম কি?

উত্তর: ভারতের রাজনাধী নয়া দিল্লি।

৩. ভারতের বর্তমান জনসংখ্যা কত?

উত্তর: ভারতরে বর্তমান জনসংখ্যা প্রায় ১.৩ বিলিয়ন।

৪. ভারতের আয়তন কত বর্গ কিমি?

উত্তর: আয়তন ৩.১ মিলিয়ন বর্গ কিমি (১.২ মিলিয়ন বর্গ মাইল), কাশ্মীর ব্যতীত।

৫. ভারতে ব্যবহৃত ভাষা কোনগুলি?

উত্তর: ভারতের প্রধান ভাষা হিন্দি, ইংরেজি এবং আরও 20 টিরও বেশি সরকারী ভাষা রয়েছে।

৬. ভারতের প্রধান ধর্মগুলোর নাম কি?

উত্তর: ভারতের প্রধান ধর্মগুলি হিন্দু ধর্ম, ইসলাম, খ্রিস্টান, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম।

৭. ভারতের বর্তমান মানুষের গড় আয়ু কত?

উত্তর: ভারতে গড় আয়ু ৬৭ বছর (পুরুষ) এবং ৭০ বছর (মহিলা)।

৮. ভারতের মুদ্রার নাম কি?

উত্তর: ভারতের মুদ্রার নাম রুপি।

৯. ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?

উত্তর: রাম নাথ কোবিন্দ।

১০. ভারতের প্রধানমন্ত্রি কে?

উত্তর: নরেন্দ্র মোদী।

১১. বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত করেছিল কে?

উত্তর: রবার্ট ক্লাইভ।

১২. গভর্নর যিনি “ব্রিটিশ ভারতের বাবর” নামে পরিচিত ছিল?

উত্তর: রবার্ট ক্লাইভ।

১৩. রাজ্যপাল যিনি বাংলায় রাজস্ব এবং বিচার বিভাগকে পৃথক করেছিলেন?

উত্তর: রবার্ট ক্লাইভ।

১৪. গভর্নর যিনি বাংলায় দাঙ্গা ব্যবস্থা নিয়ে এসেছিলেন?

উত্তর: রবার্ট ক্লাইভ।

১৫. বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল?

উত্তর: বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস।

১৬. ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হওয়া ১৭৭৩ এর নিয়ন্ত্রক আইন অনুযায়ী প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

১৭. বাংলার দীর্ঘকালীন গভর্নর জেনারেল কে  ছিলেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

১৮. কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

উত্তর: স্যার এলিজা ইম্পি।

১৯. পঞ্চবার্ষিক বন্দোবস্ত চালু হয়েছিল কার দ্বারা?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

২০. কে ব্যক্তি দুবার গভর্নর জেনারেল হয়েছেন?

উত্তর: লর্ড কর্নওয়ালিস।

২১. ভারতীয় সিভিল সার্ভিসের জনক কে?

উত্তর: লর্ড কর্নওয়ালিস।

২২. ভারতে অভিন্ন নাগরিক কোড চালু হয়েছিল কার দ্বারা?

উত্তর: লর্ড কর্নওয়ালিস।

২৩. ভারতে পুলিশ ব্যবস্থা চালু হয়েছিল কার মাধ্যমে?

উত্তর: লর্ড কর্নওয়ালিস।

২৪. প্রথম গভর্নর জেনারেল যিনি চাকরিতে থাকাকালীন মারা গিয়েছিলেন?

উত্তর: লর্ড কর্নওয়ালিস।

২৫. গভর্নর জেনারেল “ব্রিটিশ ভারতের আকবর” নামে পরিচিত কে?

উত্তর: লর্ড ওয়েলেসলি।

২৬. গভর্নর জেনারেল যিনি নিজেকে ‘বেঙ্গল টাইগার’ বলে ডাকতেন?

উত্তর: লর্ড ওয়েলেসলি।

২৭. গভর্নর জেনারেল যিনি সাবসিডিয়ারি জোট চালু করেছিলেন(১৭৯৮)?

উত্তর: লর্ড ওয়েলেসলি।

২৮. ভারতে শিশু হত্যাকাণ্ড প্রথমবারের মতো নিষিদ্ধ করা হয়েছিল কার দ্বারা?

উত্তর: লর্ড ওয়েলেসলি।

২৯. গভর্নর জেনারেল যিনি রাজা কেশবদাসকে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন?

উত্তর: লর্ড ওয়েলেসলি।

৩০. ভেলোর বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন (১৮০৬)?

উত্তর: লর্ড জর্জ বারলো।

৩১. ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ইন্ডিয়ান সিপাইদের প্রথম বিদ্রোহের নাম কি?

উত্তর: ভেলোর বিদ্রোহ।

৩২. গভর্নর জেনারেল যিনি গ্রাম্য সম্প্রদায় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: লর্ড হেস্টিংস।

৩৩. গভর্নর জেনারেল যিনি নেপাল জয় করেছিলেন?

উত্তর: লর্ড হেস্টিংস।

৩৪. গভর্নর জেনারেল যিনি পুনেকে বোম্বাই প্রেসিডেন্সিতে অন্তর্ভুক্ত করেছিলেন?

উত্তর: লর্ড হেস্টিংস।

৩৫. অধীনস্ত বিচ্ছিন্নতার নীতিটি বাস্তবায়িত হয়েছিল কার দ্বারা?

উত্তর: লর্ড হেস্টিংস।

৩৬. পিন্ডারি যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন (১৮১৭-১৮)?

উত্তর: লর্ড হেস্টিংস।

৩৭. ব্যারাকপুর বিদ্রোহের সময় গভর্নর জেনারেল (১৮২৪) কে ছিলেন?

উত্তর: লর্ড এমহার্স্ট।

৩৮. ভারতের কোন গভর্নর জেনারেল সতীদাকে বিলুপ্ত করেন?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

৩৯. কোন গভর্নর জেনারেল ভারতে মহিলা শিশু হত্যার বিলোপ ঘটান?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

৪০. কোন ব্যক্তি ভারতীয় ফ্যান্টম হিসাবে পরিচিত?

উত্তর: উইলিয়াম স্লিম্যান।

৪১. ভারতে আধুনিক ইংরেজি শিক্ষার জনক কে?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

৪২. কোন গভর্নর জেনারেল যিনি সিন্ধ প্রদেশটি ব্রিটিশ ভারতের সাথে যুক্ত করেছিলেন?

উত্তর: লর্ড এলেনবারো।

৪৩. কোন গভর্নর জেনারেল যিনি ভারতে দাসত্বকে অবৈধ ঘোষণা করেছিলেন (১৮৩৪)?

উত্তর: লর্ড এলেনবারো।

৪৪. কোন গভর্নর জেনারেল আধুনিক ভারতের নির্মাতা হিসাবে পরিচিত?

উত্তর: লর্ড ডালহৌসি।

৪৫. ভারতের সর্বকনিষ্ঠ গভর্নর জেনারেল কে?

উত্তর: লর্ড ডালহৌসি।

৪৬. ভারতের রেলপথের জনক কে?

উত্তর: লর্ড ডালহৌসি।

৪৭. ভারতের রেলপথ চালু হয়েছিল কখন?

উত্তর: এপ্রিল ১৬, ১৮৫৩।

৪৮. ভারতবর্ষে ল্যাপ্সের মতবাদ চালু হয়েছিল কখন?

উত্তর: ১৮৪৮ সালে।

৪৯. ল্যাপস এর মতবাদ চালু হয়েছিল কার দ্বারা?

উত্তর: লর্ড ডালহৌসি।

৫০. ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন কোনটি?

উত্তর: কলকাতা – ডায়মন্ড হারবার।

Read More:

ভারত দেশ পরিচিত ও ইতিহাস সম্পর্কে জেনে নিন?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link