ভর ও ওজন এর পার্থক্য কি?

ভর ও ওজন এর পার্থক্য কি?mass and weight এর পার্থক্য কি?

ভর ও ওজন এর মধ্যে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে যা এই আর্টিকেল এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। টেবিল আকারে ভর এবং ওজন এর পার্থক্য নীচে দেওয়া হয়েছেঃ

ভরওজন
বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমানই হচ্ছে ভর।কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষল করে তা হলো বস্তুর ওজন।
ভর হল পদার্থের পরিমাণের একটি পরিমাপ।ওজন হল কোনও বস্তুর উপর মহাকর্ষের টান পরিমাপ।
যখন কোনও বস্তুর অবস্থান পরিবর্তন হয় তখন কোনও বস্তুর ভর পরিবর্তন হয় না।অন্যদিকে, ওজন অবস্থানের সাথে পরিবর্তিত হয়।
বস্তু যে পরমাণু ও অণু দিয়ে গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর ভর নির্ভর করে।অভিকর্ষজ ত্বরণের উপর বস্তুর ওজন নির্ভর করে।
ভর কখনই শূন্য হতে পারে না।মহাশূন্যের মতো কোনও বস্তুর উপর মাধ্যাকর্ষণ কাজ না করলে ওজন শূন্য হতে পারে।
ভর সাধারণত গ্রাম এবং কেজি মধ্যে পরিমাপ করা হয়। অর্থাৎ ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম।ওজনের আন্তর্জাতিক একক হলো নিউটন।

Comments

One response to “ভর ও ওজন এর পার্থক্য কি?mass and weight এর পার্থক্য কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link