গাড়ির ব্যাটিরির কাজ নিয়ে এই আর্টিকেলটি লিখা হয়েছে। যেকোনো গাড়ির চালানোর জন্য প্রয়োজন শক্তি। আর শক্তি তৈরি বা উৎপাদনের জন্য প্রয়োজন ইঞ্জিন। আর ইঞ্জিনকে চালু কারার জন্য প্রয়োজন বিদ্যুৎ। আর এই ইঞ্জিনকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে ব্যাটারি। তাই বলা যায়, গাড়ি চলার পেছনে একটি বড় ভূমিকা পালন করে ব্যাটারি।
ব্যাটারির কাজ কি কি?
- ইঞ্জিনকে চালু করতে সহায়তা করে।
- পেট্রোল ইঞ্জিনের ইগনিশন সিস্টেমে কারেন্ট সরবরাহ করে।
- সকল প্রকার লাইট জ্বালানো এবং মিটারসমূহ চালাতে সহায্য করে।
- হর্ন বাজাতে সাহায্য করে।
মোটরগাড়িতে ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজ ৬ ভোল্ট এবং ১২ ভোল্ট হয়ে থাকে। তবে বড় ট্রাক বা বাসে ২৪ ভোল্টের ব্যাটারিও ব্যবহৃত হয়ে থাকে।
Leave a Reply