শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোনো ব্যঞ্জনধ্বনি হয় তখন তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। অর্থাৎ শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ধ্বনি সৃষ্টি করে, তাকেই ব্যঞ্জন বিকৃতি বলা হয়।
ব্যঞ্জন বিকৃতির উদাহরণ: ধোবা > ধোপা, কবাট > কপাট, দাইমা > দাইমা ইত্যাদি।
Leave a Reply