যখন পাশাপাশি দুইটি একই উচ্চারণের ব্যঞ্জনধ্বনি থাকে এবং তাদের মধ্যে একটি লোপ পায় তখন তাকে ব্যঞ্জনচ্যুতি বলা হয়। অর্থাৎ পাশাপাশি একই উচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনির একটি লোপ পেলে তাকে ব্যঞ্জনচ্যুতি বলে।
ব্যঞ্জনচ্যুতি এর উদাহরণ হলো: বড় দাদা > বড়দা, বউদিদি > বউদি, ছোটকাকা > ছোটকা, ছোটদাদা > ছোটদা ইত্যাদি।
Leave a Reply