আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে জীব/প্রাণীর নাম নির্ধারণ করাকেই বৈজ্ঞানিক নাম বলে। অর্থাৎ বৈজ্ঞানিক নামের মাধ্যমে আমরা এই বিশ্বের সকল প্রাণীকুলকে খুব সহজেই জানতে পারি।
বৈজ্ঞানিক নাম অবশ্যই ইংরেজি অথবা ল্যাটিন ভাষায় লিখতে হয়। বৈজ্ঞানিক নামের ২টি অংশ থাকে; প্রথমটি গণ এবং দ্বিতীয়টি প্রজাতি। আবার বৈজ্ঞানিক নামের প্রথম অংশটির প্রথম অক্ষর বড় হাতের হবে এবং বাকিগুলা ছোট অক্ষরের হবে। দ্বিতীয় অংশটির সকল অক্ষরগুলো ছোট হাতের হবে
যেমন: মানুষের বৈজ্ঞানিক নাম হলো: Homo sapiens.
এই বৈজ্ঞানিক নামটিতে প্রথম শব্দটির প্রথম অক্ষর বড় হাতের এবং বাকিগুলো ছোট হাতের অক্ষর এবং দ্বিতীয় শব্দটির সবগুলো ছোট হাতের অক্ষর।
Leave a Reply