বিশ্বে ধান উৎপাদনে শীর্ষ দেশ হলো চীন।
চীন বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ। চীনের জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে এ খাতটি। বিশ্বের মোট চাল উৎপাদনের প্রায় ৩০% চাল উৎপাদিত হয় বৃহত্তর চীন দেশে। চীনে প্রতি বছরে প্রায় ২১৪,৪৩০,০৪৯ টন চাল উৎপাদন করে থাকে। চীনের মোট আবাধি জমির মধ্যে ধান চাষের জন্য প্রায় ৩০.৩৫ মিলিয়ন হেক্টর স্থান বা জায়গা ব্যবহার করছে।
হাইব্রিড ধান উৎপাদনেও চীন বিশ্বের শীর্ষতম দেশ। চীনই প্রথম দেশ হিসাবে সফলতার সাথে হাইব্রিড ধান উৎপাদনে সক্ষম হয়েছিল।
Read More:
Leave a Reply