বিশ্বে তুলা উৎপাদনে শীর্ষ দেশ ভারত।
২০১৮-১৯ বছরে বিশ্বের শীর্ষস্থানীয় তুলা উৎপাদনকারী দেশগুলির মধ্যে ভারত শীর্ষস্থান দখল করে আছে, সেই বছরে ভারতে তুলার উৎপাদন হয়েছে প্রায় ৫.৭৭৭৭ মিলিয়ন মেট্রিক টন।
তাছাড়া, ২০১৪ সাল অনুযায়ী ভারত তুলা উৎপাদন করে মোট ৬১৮৮০০০ টন, চাইনা তুলা উৎপাদন করে মোট ৬১৭৮৩১৮ টন এবং যুক্তরাষ্ট্র তুলা উৎপাদন করে মোট ৩৫৯৩০০০ টন।
বিশ্বের শীর্ষ ১০টি তুলা উৎপাদনকারী দেশের তালিকাঃ
- India
- China
- USA
- Pakistan
- Brazil
- Australia
- Uzbekistan
- Turkey
- Turkmenistan
- Burkina Faso
Leave a Reply