বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ২০১৩ সাল থেকে ২০১৭ সালের মধ্যে প্রায় ৯৮টি দেশের মধ্যে অস্ত্র বিক্রি করেছিল বলে অনুমেয়। যে দেশগুলোতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে: সৌদিয়া আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া।
২০১৮ সাল সমীক্ষা অনুযায়ী শীর্ষ ৫টি অস্ত্র রপ্তানিকারী দেশ:
ক্রমিক | দেশের নাম |
১. | যুক্তরাষ্ট্র |
২. | রাশিয়া |
৩. | ফ্রান্স |
৪. | জার্মানি |
৫. | স্পেন |
প্রশ্নঃ বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি ?
উত্তরঃ বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ সৌদি আরব।
আরও পড়ুন:
বিশ্বে রূপা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
বিশ্বে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
Leave a Reply